শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাসোনারগাঁয়ে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ৬

সোনারগাঁয়ে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ৬

গিয়াস কামাল: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের মামরকপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার বিকেলে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ ৬জন আহত হয়েছে। আহতদেরকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে। জানা গেছে, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাইল হোসেন এর ছেলে রকি’র সাথে একই ইউনিয়নের মামরকপুর গ্রামের গাজী আবু তালেবের ছেলে গাজী আওলাদের সাথে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের রেশ ধরে রবিবার বিকেলে রকি ও তার লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে গাজী আওলাদ ও তার লোকজনের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে গাজী আওলাদ, গাজী আরমান, ও মোরসালিনসহ ৫জন আহত হয়। এদের মধ্যে মোরসালিনকে টেঁটাবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে পাল্টা হামলার শিকার হয়ে রকি গ্রুপের আবু তাহের, বরকতুল্লাহ ও ওয়াজ করনী ওরফে আক্কু নামে তিনজন আহত হয়েছে। এদের মধ্যে আবু তাহেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ ব্যাপারে গাজী আওলাদ জানান, দীর্ঘদিন যাবত রকি এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। এমন কি সে অবৈধভাবে মেঘনা নদী থেকে নিয়মিত বালু উত্তোলনের সাথে জড়িত। আমরা এসব ব্যাপারে প্রতিবাদ করলে রকি ও তার সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা চালায়। রবিবার বিকেলে কোন কারণ ছাড়াই সে ও তার বাহিনী আমাদেরকে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে। অভিযুক্ত রকির সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। সোনারগাঁ থানার ওসি(তদন্ত) হেলালউদ্দিন জানান, সংঘর্ষের ঘটনা শোনার পর তাৎক্ষণিক ভাবে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments