শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনায় জেডিসি পরীক্ষায় নকলের দায়ে ২ পরীক্ষার্থী বহিষ্কার

চান্দিনায় জেডিসি পরীক্ষায় নকলের দায়ে ২ পরীক্ষার্থী বহিষ্কার

ওসমান গনি: কুমিল্লার চান্দিনায় জেডিসি পরীক্ষায় নকল করার দায়ে ২ জেডিসি পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন উপজেলা নিবার্হী অফিসার স্নেহাশীষ দাশ।

বুধবার(৬ নভেম্বর) আরবী ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময় উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ বদরপুর নেছারিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে যান। এ সময় নকল করার অপরাধে ২ জেডিসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা করেন।

বহিস্কৃত পরীক্ষার্থীরা হলো:- মহিচাইল দেওয়ানুল উলুম দাখিল মাদ্রাসার ছাত্র মো.মাহফুজ হোসেন,টামটা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র মো.নাজমুল হাছান।

অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশক্রমে ওই ২ পরীক্ষার্থীকে বহিষ্কারের নোটিশ প্রদান করি।এ বছর তারা আর পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না।

উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বুধবার জেডিসি’র আরবি ২য় পত্র পরীক্ষা চলাকালীন চান্দিনা বদরপুর নেছারিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসা কেন্দ্রে পরিদর্শনে গিয়ে দুই ছাত্রকে অসাধুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে।সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে কোন পরীক্ষার্থীকে নকলরত অবস্থায় পাওয়া মাত্র বহিষ্কার করা হবে।

এ ছাড়াও কোন শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে দায়িত্বরত অবস্থায় নকলে সহযোগিতাসহ দায়িত্বে অবহেলা করলে প্রয়োজনে আরো কঠোর শাস্তির ব্যবস্থা নেবো।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments