শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাপায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে নুডুলস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে চায়না শ্রমিক নিহত

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে নুডুলস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে চায়না শ্রমিক নিহত

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের চায়না শ্রমিকের হাতে আরেক চায়না শ্রমিক নিহত হয়েছে।নুডুলস খাওয়াকে কেন্দ্র করে শনিবার রাত নয়টার সময় বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এ ঘটনাটি ঘটে। নিহত শ্রমিকের নাম হচ্ছে ফিং লিউ জুনের (৩৬)। তার বাড়ি চায়না হিনান প্রদেশে। কলাপাড়া থানা পুলিশ ঘাতক চায়না শ্রমিক সংজিয়াং (৩২) কে আটক করেছে। বাংলাদেশ-চায়না পাওয়ার জেনারেশন কোম্পানীর (বিসিপিসিএল) উপ- বিভাগীয় প্রকৌশলী পিঞ্জুর রহমান জানান, ফিং লিউ জুন এবং শ্রমিক সং জিয়াং দুজনে একই রুমে বসবাস করতেন। চায়না শ্রমিক হিসেবে তাঁরা পায়রা তাপবিদ্যুত কেন্দ্রে কাজ করে আসছিলো। কাজ শেষে গত শনিবার সন্ধ্যার পর তাঁরা দু’জন রুমে বসে গল্প করতে ছিল। এরপর দুজনে একত্রিত হয়ে রাতের খাবর হিসেবে নুডুলস রান্না করে। নুডুলস খাওয়া নিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। সঙ্গে সঙ্গে সং জিয়াং একটি ফল কাটার ছুরি দিয়ে ফিং লিউ জুনের বাম পাজরে আঘাত করে। সঙ্গে সঙ্গে ফিং লিউ মেঝেতে লুটিয়ে পড়ে যায়। এ সময় প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়। এব্যাপারে কলাপাড়া হাসপাতালের চিকিৎসক মো. রেফায়েত হেসেন জানায়,রাত ১০: ৪০ মিনিটের সময় একটি এম্বুলেন্স যোগে চায়না শ্রমিক ফিং লিউ জুনের কে হাসপাতালে নিয়ে আসে বিদ্যুৎ কেন্দ্রর সঙ্গে যুক্ত কর্মকর্তাগন। ফিং লিউ জুনের হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়। কলাপাড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশের মাধ্যমে নিহত চায়না শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়। কলাপাড়া উপজেলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলী আহম্মদ জানায়, সং ঝিয়াং নামের এক চায়না শ্রমিককে আটক করা হয়েছে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments