মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাপ্রতিবন্ধি ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন গুলোর কার্যকারিতা নেই: প্রত্যাশা প্রতিবন্ধি নারী...

প্রতিবন্ধি ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন গুলোর কার্যকারিতা নেই: প্রত্যাশা প্রতিবন্ধি নারী সংস্থা

জয়নাল আবেদীন: প্রতিবন্ধি ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন সংক্রান্ত জেলা,ও উপজেলা কমিটিগুলোর কার্যকারিতা নেই বলে জানান প্রতিবন্ধিদের নিয়ে কাজ করা সংগঠনগুলো। রবিবার দুপুরে রংপুর প্রেসক্লাবে সংবাদিক সন্মেলনে এই তথ্য তুলে ধরেন প্রত্যাশা প্রতিবন্ধি নারী ও শিশু উন্নয় সংস্থা। সংবাদ সন্মেলনে বলা হয়, রংপুর জেলায় ৪ লাখ ৫২ হাজার প্রতিবন্ধি আছে। বেশির ভাগ প্রতিবন্ধি তাদের সুরক্ষা আইন সম্পর্কে কিছুই জানেনা। সংবাদ সন্মেলনে বলা হয়েছে, প্রতিবন্ধিরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। তাদের বাড়ি-ঘর জায়গা জমি দখল করে নেওয়া হচ্ছে। ধর্ষণের ঘটনা ঘটলেও অনেক প্রতিবন্ধি সমাজপতিদের চাপে থানায় মামলা করার সাহস পাচ্ছে না। প্রতিবন্ধি ব্যক্তিদের কাজ করার সমর্থ, প্রতিভা, ও সক্ষমতা থাকলেও তাদের অক্ষম হিসেবে চিত্রিত করার কারণে তারা চাকুরি পাচ্ছে না। এতে করে তারা প্রান্তিক জনগোষ্টিতে পরিণত হয়েছে। তারা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অংশ নিতে পারছে না। রাষ্ট্রের টেকশই উন্নয়নের স্বার্থেই প্রতিবন্ধি ব্যক্তির অধিকার, ও সুরক্ষা আইন বাস্তবায়ন হলে প্রতিবন্ধিরা তাদের অধিকার ফিরে পাবে বলে সংবাদ সন্মেলনে জানানো হয়। সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন, প্রত্যাশা প্রতিবন্ধি নারী ও শিশু উন্নয় সংস্থার সভাপতি মমতাজ পারভিন শিউলি, সাধারণ সম্পাদক উম্মেকুলছুম, হেজি স্মিথ রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, সাধারণ সম্পাদক রফিক সরকারসহ রংপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments