বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাবিরামপুর থানার ওসির কর্তৃক হয়রানির প্রতিবাদে রংপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

বিরামপুর থানার ওসির কর্তৃক হয়রানির প্রতিবাদে রংপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

জয়নাল আবেদীন: জমিজমার বিরোধকে কেন্দ্র করে বিরামপুর থানার ওসির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও নানাভাবে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী একটি পরিবার । সোমবার দুপুরে রংপুর প্রেসক্লাবে এসে সাংবাদিক সন্মেলনে এই অভিযোগ করেন বিরামপুর থানার একইর গ্রামের হাসুন চৌধুরী । তিনি তার লিখিত বক্তব্যে বলেন একই এলাকার মকছেদুর রহমান চৌধুরী ও আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীর সাথে ৯ একর জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। বিরামপুর থানার ওসি মনিরুজ্জান প্রতিপক্ষ মকছেদুর রহমান চৌধুরীর বাড়িতে ভাড়া থাকার কারনে তাকে ম্যানেজ করে গত ৫ আগষ্ট ওই থানায় মামলা দায়ের করলে আদালত থেকে পরিবারের ৯ সদস্য জামিন লাভ করি। কিন্তু তার পরিবারের সদস্যরা আদালত থেকে জামিন লাভের পর থেকে বিরামপুর থানার ওসি মনিরুজ্জান ওই জমি ছেড়ে দেওয়ার জন্য মকছেদুর রহমানের সাথে হাত মিলিয়ে তাকে বিভিন্ন ভাবে হয়রানীসহ হুমকি দিয়ে আসছে। জমির মামলাটি হাইকোর্টে বিচারাধীন থাকার পরও ওসি মামলাটি তুলে নিতে বলছেন। মামলা তুলে না নেওয়ায় গত ৯ নভেম্বর ওসির নির্দেশে থানার একদল পুলিশ বিনা কারণে তার বাড়িতে গিয়ে ঘরের মালামাল তছনছ করে এবং পরিবারের সদস্যদের মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়।তিনি এই ঘটনার প্রতিকার চেয়ে লিখিত ভাবে পুলিশ সদর দপ্তর, রংপুরের ডিআইজি, দিনাজপুরের পুলিশ সুপারসহ বিভিন জায়গায়œ জানালে ওসি আরো ক্ষিপ্ত হয়ে উঠে। তার একের পর এক হুমকির কারণে পরিবার পরিজন এক ঘরে করে রেখেছে এবং তিনি পালিয়ে রংপুরে অবস্থান নিয়ে এই সংবাদ সম্মেলন করছেন । তিনি ওসির রোষানল থেকে বাঁচতে স্বরাষ্ট্র মন্ত্রী পুলিশের আইজিপি , রংপুর রেেেঞ্জর ডিআইজি এবং দিনাজপুরের পুলিশ সুপারের নিকট সহযোগীতা কামনা করেছেন।এব্যাপারে বিরামপুর থানার ওসি মনিরুজ্জামানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান জানান ওসি স্যার কাউকে হুমকি দেন নাই। তিনি চিকিৎসার জন্য ঢাকায় আছেন। পুলিশ কারো পক্ষ নিয়ে কাজ করে না বলে জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments