বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে লোকসান দিয়ে পেঁয়াজ বিক্রি করছেন ব্যাবসায়িরা

বাউফলে লোকসান দিয়ে পেঁয়াজ বিক্রি করছেন ব্যাবসায়িরা

অতুল পাল: দেশের দক্ষিণাঞ্চলের বৃহত্তম হাট বাউফলের কালাইয়া বাজারে প্রতি কেজি ২৭ থেকে ৩০ টাকা লোকসান দিয়ে পিঁয়াজ বিক্রি করছে ব্যাবসায়িরা। কালাইয়া বাজার মোকাম থেকে মহাজনরা পাইকারী হিসেবে দক্ষিণাঞ্চলের দশমিনা, গলাচিপা, দুমকি, রাঙ্গাবালী উপজেলা এবং ভোলার লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলা সহ বাউফলের অভ্যন্তীণ প্রায় ৫০টি হাট বাজারে পিঁয়াজ সরবরাহ করে থাকেন। সরেজমিন আজ সোমবার কালাইয়া বাজারের হাটের দিন বিভিন্ন পাইকারী দোকানে খোঁজ নিয়ে দেখা গেছে, প্রতি কেজি পিঁয়াজ ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। তবে দেশি পিঁয়াজ কেজি প্রতি ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। কালাইয়া বাজারের পিঁয়াজ ব্যাবসায়ি আবুল কালাম মল্লিক(কুট্টি), হাজী আবুল কালাম, মো. আলাল, ঝন্টু সাহা সহ অনেক পিাঁজ ব্যাবসায়িরা জানান, মোকাম থেকে প্রতি কেজি ২১৭ টাকা ক্রয় করা হয়েছে। কিন্দু দেশে চীন ও মায়ানমার থেকে পিঁয়াজের আমদানি বৃদ্ধি পাওয়ায় এবং দৃশ্যত: আগের তুলনায় ক্রেতা কমে যাওয়ায় পঁচনশীল এই পিঁয়াজ প্রতি কেজিতে ২৭ থেকে ৩০ টাকা লোকসান দিয়ে বিক্রি করতে হচ্ছে। সাপ্তাহিক বাজার করতে আসা বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের কৃষক ওমর আলী, কেশবপুর ইউপির চাকুরীজীবী মো. মজিবুর রহমান এবং কালাইয়া বাজারের এক শিক্ষক জানান, তারা গত সপ্তাহে প্রতি কেজি পিঁয়াজ ২২০ টাকা দরে ক্রয় করেছিলেন। এ সপ্তাহে প্রতি কেজি ৩০ টাকা কমে ক্রয় করেছেন। কালাইয়া ইউপি চেয়ারম্যান ও হাট ব্যবস্থাপণা কমিটির সভাপতি এস.এম. ফয়সাল আহমেদ মনির হোসেন মোল্লা জানান, এক শ্রেণির লোভি ব্যাবসায়িরা সিন্ডিকেট করে দেশব্যাপি পিঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। এ কারণে পিঁয়াজের ব্যাবহারও অনেক পরিবারে অনেকাংশে কমে গেছে। এই প্রভাব বাজারে পড়তে শুরু করেছে। আশা করা হচ্ছে এক সপ্তাহের মধ্যেই পিঁয়াজের বাজার স্থিতিশীল হয়ে যাবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments