বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাসাপাহারে ১০হাজার আমগাছ কেটে ফেলার ঘটনায় একজন বর্গা চাষী আটক

সাপাহারে ১০হাজার আমগাছ কেটে ফেলার ঘটনায় একজন বর্গা চাষী আটক

বাবুল আকতার/ তছলিম উদ্দীন: নওগাঁর সাপাহারে ১০হাজার পিচ আম গাছ কেটে ফেলার সন্দেহে শাহজামাল (৪৫) নামের একজন বর্গাচাষী কে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে । আটক শাহজামাল পোরশা উপজেলার গুন্দইল পূর্ব পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে। গত ১৩ নভেম্বর রাতের অন্ধকারে একদল অজানা দৃবৃত্তের দল সাপাহার ও তৎসংলগ্ন পোরশার মাঠে ১২জন আমবাগান মালিকের ৬০বিঘা জমির প্রায় ১০হাজার গাছ কেটে ফেলে। এর পর দু’ই উপজেলার ওই বাগান মালিকদের পক্ষ থেকে উভয় থানায় পৃথক পৃথক অভিযোগ দাখিল হলে সাপাহার থানা পুলিশ সোমবার বিকেলে এক অভিযান চালিয়ে পোরশা উপজেলার ওই গ্রাম থেকে তাকে আটক করে নওগাঁ জেল হাজতে পাঠায়। পুলিশের ধারণা ওই ব্যক্তি দীর্ঘ ২০বছর ধরে উক্ত জমি বর্গা চাষবাদ করে আসছিল। হঠাৎকরে জমির মালিক অধিক টাকা লাভের আশায় বর্গাচাষীদের নিকট থেকে জমিগুলি ছাড়িয়ে নিয়ে বাগান চাষীদের মাঝে লিজ প্রদান করায় তারা এঘটনা ঘটাতে পারে। কোর্টে চালান করা আসামীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কোর্টে রিমান্ড আবেদন করেছে বলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানিয়েছেন। তবে অচিরেই এই ঘটনার উদঘাটন হবে বলে তিনি ধারণা করছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments