বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, বর ও কনের বাবার কারাদন্ড

সাঁথিয়ায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, বর ও কনের বাবার কারাদন্ড

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ বর ও কনের বাবাকে ১৪দিন করে কারাদন্ড দিয়েছেন। জানা গেছে, সোমবার রাতে উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের ইদ্রাকপুর গ্রামের আবু বকর শেখের মেয়ে ইদ্রাকপুর মাদ্ধসঢ়;রাসার ৯বম শ্রেণির ছাত্রী নাইমার(১৪) সাথে পাশ^বর্তী বেড়া উপজেলার তারাপুুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মোহন(২০)এর বিয়ের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাঁথিয়া উপজেলা প্রশাসন থানা পুলিশসহ বিয়ে বাড়িতে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিয়ের আসর থেকে লোকজন দ্রুত পালিয়ে যায়। এসময় বর মোহন ও কনের বাবা আবু বকর শেখকে আটক করা হয়। বাল্যবিয়ের দায়ে প্রত্যেককে ১৪দিন করে কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত এবং ১৮বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেয়ার মুসলেকায় সাক্ষর করেন কনের বাবা

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments