শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাপেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে মানববন্ধন

পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে মানববন্ধন

জয়নাল আবেদীন: পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নগরীতে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী কৃষক দল। মঙ্গলবার দুপুরে রংপুর মহানগর ও জেলা কৃষকদলের ব্যানারে নগরীর ষ্টেশন রোডস্থ ’ দলীয় কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ রহমান লাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহবায়ক আনোয়ারুল হক শাহাদৎ আনোয়ার, মহানগর কৃষক দলের সদস্য সচিব আহসানুল কবির পাপ্পু, সিনিয়র যুগ্ম আহবায়ক ফিরোজ রহমান পিন্টু, যুগ্ম আহবায়ক ইকবাল ইমাম শাহীন, শরিফুল ইসলাম শরীফ, রবিউল ইসলাম মাস্টার, মাহমুদুল হাসান, জেলা কৃষক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু, যুগ্ম আহবায়ক হয়রত আলী, পীরগঞ্জ উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ডা. আব্দুর রহমান, মহানগর কৃষক দলের সদস্য আখেরুজ্জামান মানু, জেলা কৃষক দলের সদস্য রবিউল ইসলাম প্রমুখ। মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, বর্তমান ভোটার বিহীন সরকার পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। দেশের সব কিছু থেকে সরকার নিয়ন্ত্রণ হারিয়েছে। সারাদেশ আজ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের হাতে জিম্মি হয়ে পড়েছে। সকল ক্ষেত্রে সিন্ডিকেট গড়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। সিন্ডিকেটের কারণে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মুল্য বৃদ্ধি পাচ্ছে। বক্তারা বলেন, অবিলম্বে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে আনতে সরকার ব্যর্থ হয় তাহলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments