বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাছেলেকে অন্যায় ভাবে চাকুরিচ্যুতির করার প্রতিবাদে রংপুরে মুক্তিযোদ্ধার আমরণ অনশন

ছেলেকে অন্যায় ভাবে চাকুরিচ্যুতির করার প্রতিবাদে রংপুরে মুক্তিযোদ্ধার আমরণ অনশন

জয়নাল আবেদীন: ছেলেকে অন্যায় ভাবে চাকুরিচ্যুতির করার প্রতিবাদে পরিবার পরিজন নিয়ে বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার সামনে মঙ্গলবার সকাল থেকে আমরণ অনশন শুরু করেছেন মুক্তিযোদ্ধা রঙ্গলাল মোহন্ত। মুক্তিযোদ্ধা রঙ্গলাল মোহন্ত সেখানে উপস্থিত সাংবাদিকদের জানান, তার ছেলে সাধন চন্দ্র মোহন্ত দীর্ঘ ৭ বছর ধরে বাংলাদেশ ব্যাংক রংপুর শাখায় সুনামের সাথে মুদ্রা পরিক্ষক হিসেবে কাজ করে যাচ্ছে।গত ২৬ মে ব্যাংকে টাকা গননার সময় অনিয়মের ঘটনা ঘটলে সাধন চন্দ্র মোহন্তসহ ৬ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনার কারণ অনুসন্ধানের জন্য যে তদন্ত কমিটি গঠন করা হয় তার প্রধান করা হয় জামায়াতের রাজনিতির সাথে সরাসরি জড়িত ডিজিএম ফজলার রহমানকে।মুক্তিযোদ্ধা রঙ্গলাল মোহন্ত অভিযোগ করে বলেন, তদন্ত কমিটির প্রধান ডিজিএম ফজলার রহমান ও কমিটির সদস্য আমিনুর রহমান সাময়িক বরখাস্ত হওয়া তাদের দুইআতœীয়কে বাঁচাতে গিয়ে আমার ছেলেকে দোষী হিসেবে চিহিৃত করেছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট ১৩ জন অভিযুক্তের নিকট থেকে এক দিনে সুনানী প্রক্রিয়া সম্পন্ন করে।প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ডিজিএম ফজলার রহমান ও কমিটির সদস্য আমিনুর রহমান বরখাস্ত হওয়া কর্মকর্তা কর্মচারীদেও চাকুরিতে পুর্নবহাল করার জন্য কয়েক লাখ টাকা নিয়ে তদন্ত প্রতিবেদন ভিন্নভাবে উপস্থাপন করেছেন। এরপর তারা বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার প্রধান নির্বাহী পরিচালক গোলাম হায়দারকে ম্যানেজ করে তড়িঘরি করে আমার ছেলেকে চাকুরি অপসরণের ব্যবস্থা করে। গোলাম হায়দার তাদের কথামত গত ১৩ নভেম্বর অফিস আদেশ জারি করে রংপুর ত্যাগ করেন। তিনি জানান, টাকা গণনা করার সময় একজন গণনাকারী ও আর একজন পুনঃ গণনাকারী থাকে। ব্যাংকের নিয়ম অনুয়ায়ী গণনাকৃত টাকায় কম বা ঘাটতি থাকলে দায় পুনঃ গণনাকারীর। আমার ছেলে প্রথম গণনাকারী হিসেবে দায়িত্ব পালন করেছে মাত্র।তিনি এই ঘটনার পুনঃ তদন্ত করে প্রকৃত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যাংকটির উর্দ্ধতন কর্মকর্তাদের প্রতি আবেদন জানান। তিনি বলেন তার ছেলেকে যতদিন পর্যন্ত চাকুরিতে পুর্নবহাল করা না হবে তত দিন পর্যন্ত পরিবারের সদস্যদের নিয়ে অনশন চালিয়ে যাবেন। অনশনে মুক্তিযোদ্ধা রঙ্গলাল মোহন্তের ছেলে, মেয়ে নাতি নাতনিসহ ২৯ জন সদস্য অংশ নিয়েছে। এব্যাপারে তদন্ত কমিটির প্রধান ডিজিএম ফজলার রহমান জানান, আমার আগে অনেকে তদন্ত করেছেন। আমি তদন্তে যা পেয়েছি তাই জমা দিয়েছি। আর তাকে আমি চাকুরিচ্যুতি করি নাই। জামায়াতের রাজনিতীর সাথে জড়িত কি না জানতে চাইলে তিনি ব্যাংকে এসে কথা বলতে বলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments