আতিউর রাব্বী তিয়াস: জয়পুরহাটের আক্কেলপুরে এক স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগে ধর্ষনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আউয়ালগাড়ী হিন্দুপাড়া মহল্লায় প্রায়ত জামনী কুমার মহন্তের ছেলে গোপাল চন্দ্র মহন্ত তার স্ত্রীসহ সকালে ধান কাটা মারাই কাজে বাড়ির অদূরে মাঠে যান। সকাল আনুমানিক সাড়ে ৮টার সময় একই এলাকার শ্রী কার্তিক চন্দ্র মন্ডলের ছেলে শ্রী কমল চন্দ্র মন্ডল প্রতিবেশি হওয়ার সুবাদে ওই বাড়িতে টেলিভিশন দেখার কথা বলে ওই শিশুর শয়ন ঘরে প্রবেশ করে। টেলিভিশন দেখার এক পর্যায়ে শ্রী কমল চন্দ্র (৪৫), (৪র্থ শ্রেণিতে পড়ুয়া) ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে প্রতিবেশিসহ বাবা, মা এগিয়ে আসলে লম্পট শ্রী কমল চন্দ্র মন্ডল (৪৫) পালিয়ে যান। এ বিষয়ে শিশুটির পিতা শ্রী গোপাল চন্দ্র মহন্ত বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা করেছেন। বিয়ষটি আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু ওবায়েদ নিশ্চিত করেছেন।