কায়সার হামিদ মানিক: কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার চোয়াংখালী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সিদ্ধার্থ সাহা জানায়, উখিয়ার চোয়াংখালী এলাকায় একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। অজ্ঞাত ব্যক্তির গায়ে হাফ হাতা সাদা গেঞ্জি কালো প্যান্ট পরিহিত ছিল এবং শরীরে গুলির চিহ্ন রয়েছে। বয়স আনুমানিক ৪৫ বছর হবে। তবে এখনো পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে বলেও জানায় পুলিশ।