জয়নাল আবেদীন: রংপুরে জেলা ও মহানগর আওয়ামীলীগের নবনির্বাচিত সহ শতশত নেতাকর্মীরা বুধবার দুপুরে রংপুর নগরীতে আনন্দ র্যালি বের করে । র্যালি শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পমাল্য অর্পণ করে । সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা নগরির বেতপট্রিস্থ দলীয় কার্যালয়ে সমবেত হতে থাকেন । পাশাপাশি নগরির ৩৩টিওয়ার্ড থেকে দলীয় নেতা কর্মীরা মহানগর কার্যালয়ে সমবেত হয় । এর পর দুপুরে র্যালি বের হয় । র্যালিটি নগরির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রংপুর জিলা স্কুলের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণ করে । এসময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী । এর আগে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলা কমিটির সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ সাধারন সম্পাদক এড, রেজাউল করিম রাজু মহানগর সভাপতি সাফিউর রহমান সফি সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ । উল্লেখ্য দীর্ঘ ১২ বছর পর মঙ্গলবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর জেলা ও মহানগর আওয়ামীলীগের সম্মেলন অনুষ্টিত হয় ।সম্মেলনে পূর্বের কমিটি বহাল রাখা হয় ।