সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বুধবার দুপুরে চলতি মৌসুমের আমন ধান সংগ্রহ (ক্রয়) উদ্বোধন করা হয়েছে। স্থানীয় খাদ্য গুদাম চত্তরে কৃষক পর্যায় থেকে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নিয়ামুল হক, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা রিবলী ইসলাম কবিতা, খাদ্য গুদাম কর্মকর্তা রাশেদুল আলম প্রমুখ। এবারের মৌসুমে উল্লাপাড়ায় প্রতি কেজি ২৬ টাকা দরে ৯শ ৬৫ মেট্রিক টন আমন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।