প্রদীপ অধিকারী: জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সীমান্ত ঘেঁষা বাগজানা ইউনিয়নের একমাত্র পুরাতন ঐতিহ্য জমিদার বাড়ীটি এখন শুধুই স্মৃতি। দেশ থেকে জমিদার প্রথা চলে যাবার পর জমিদার বাড়ীটি এখন ইউনিয়ন ভূমি অফিসে রূপান্তর করা হয়। জমিদার বাড়ীর সুন্দর বেষ্ঠিত আ¤্রকাননটিও আজ হারিয়ে গেছে। এলাকার প্রবীণ ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ইংরেজী শাসন বিলুপ্তির পর দেশে চলে আসে জমিদার শাসন। এর প্রেক্ষিতে তৎকালীন জমিদার চারুচন্দ্র বসু মল্লিক বাগজানার জমিদার শাসন চালানোর জন্য ১৩৪০ সালে শাখা যমুনা নদীর তীর ঘেঁষে র্নিমাণ করেন কাচারী বাড়ী। নির্মাণ করেন জমিদারের পরিবার পরিজন ও কর্মচারীদের জন্য কোয়াটার। জমিদার বাড়ীর সৌন্দর্যের জন্য সামনে তৈরী করা হয় ফুল বাগান, পূর্ব দক্ষিণ কোনে ছিল বিশাল লিচু বাগান এবং কাচারী বাড়ীর পিছনে (পশ্চিম দিকে) ছিল বিশাল আ¤্রকানন। প্রবীণ ব্যক্তিরা ভারত থেকে তার পছন্দ মত গোপাল ভোগ, কাঁচা মিঠাসহ নানা সু-স্বাদু আম গাছের চারা এনে লাগিয়ে তৈরী করেন আ¤্র কাননটি। এক সময় জমিদারী প্রথা চলে গেলে জমিদার তার পরিবার পরিজন নিয়ে চলে যায় ভারতে। সেই থেকে অদ্যবদি শুধু স্মৃতি হয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে জমিদার বাড়ীটি। জমিদার পরিবার চলে গেলেও জমিদার বাড়ীর সৌন্দর্য ধরে রাখে তার লাগানো লিচু বাগান ও আ¤্র কানন টি। ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর বাংলাদেশ সরকার জমিদার বাড়ীটিকে হাতে নিয়ে সেখানে স্থাপন করেন ইউনিয়ন ও ভূমি অফিস। গত মাস দেড়েক আগে তহশিল অফিসটি স্থানান্তর করা হয় নব নির্মিত ভবনে। সেই থেকে এখন জমিদার বাড়ীটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এলাকা বাসীর দাবি পাঁচবিবি উপজেলার বাগজানার এই অতি প্রাচীন জমিদার বাড়ীটি সংস্কারের আশু প্রয়োজন এবং জমিদার বাড়ীর পিছনে অবহেলিত ও হারিয়ে যাওয়া বিশাল ফাঁকা স্থানটিতে পুনরায় ফলদ বৃক্ষ রোপন করে পুনরায় আগের চেহারায় ফিরে আসুক বাগজানার ঐতিহ্যবাহী জমিদার বাড়ী।