আব্দুদ দাইন: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্র্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেছেন,মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ষড়যন্ত্রকারীদের নিয়ন্ত্রণ কার গেলেও উৎখাত করা সম্ভব হয়নি। যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করা হয়েছে। আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হওয়া। বিএনপি জামাত মুক্তিযুদ্ধের চেতনাকে ধবংশ করতে তৎপর । জিয়াউর রহমান হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বুধবার পাবনার সাঁথিয়ার ধুলাউড়িতে গণহত্যা দিবস পালন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদের সভাপতিত্বে , রঞ্জু ফকিরের সঞ্চালনায় আরও বক্তৃতা করেন যুদ্ধকালীন কমান্ডার আলহাজ¦ নিজাম উদ্দিন,সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব উদ্দিন,আব্দুল লতিফ ,জামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য আলমাছ , ইউপি চেয়ারম্যান জরিফ মাস্টার, অধ্যাপক আব্দুদ দাইন সরকার, আ’লীগ নেতা হাসান আলী খান প্রমুখ। ১৯৭১ সালে ২৭ নভেমম্বর রাতে পাক হানাদার বাহিনী ধুলাউড়ি গ্রাম ঘিরে ফেলে ৮জন প্রশিক্ষণ প্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ ১৯জনকে গুলি করে ও বেওনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে।