হুমায়ুন কবি: নেত্রকোনার কেন্দুয়া-মদন সড়কে শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে ব্যাটারী চালিত রিকশা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে খাদিজা খানম ঝিনুক নামে এক ভার্সিটি ছাত্রী নিহত এবং এনায়েত খান বাপ্পি নামে তার অনার্স পড়ুয়া ছোটভাইসহ মূমুর্ষ অবস্থায় ৪ জনকে ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত খাদিজা খানম পাশ্ববর্তী মদন উপজেলার নায়েকপুর গ্রামের রুহুল আমিন খান (রুহুল মাস্টারের) মেয়ে। হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে মদন উপজেলার নায়েকপুর গ্রামের এনায়েত খান বাপ্পি, শিবপাশা গ্রামের মনিরুজ্জামান খান, তার ছেলে মোনায়েম খান , সুতিয়ার পাড় গ্রামের দুলাল মিয়াকে ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং হাফিজুর রহমানকে কেন্দুয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মদন উপজেলার বাশঁরী গ্রামের সন্তোষ মিয়ার ছেলে সিএনজি চালক গোলাপ মিয়াকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, কেন্দুয়া-মদন সড়কের গোগবাজার এলাকায় কাইটাইল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি ও কেন্দুয়া থেকে কাইটাইল বাজারে যাওয়া সবজি বোঝাই ব্যাটারী চালিত রিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী খাদিজা খানম ঝিনুক মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফার্য়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সিএনজি চালক গোলাপ মিয়া আটক রয়েছে এবং মামলার প্রস্ততি চলছে।