শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরে হাটে হাটে ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকের ধান কেনার দাবীতে বিক্ষোভ

রংপুরে হাটে হাটে ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকের ধান কেনার দাবীতে বিক্ষোভ

জয়নাল আবেদীন: সরকার নির্ধারিত এক হাজার চল্লিশ টাকা মণ দরে হাটে হাটে ক্রয়কেন্দ্র খুলে কৃষকের কাছ থেকে ধানক্রয়, আর্মী রেটে রেশনিং, ক্ষেতমজুদের সারাবছর কাজ পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ ৯ দফা দাবীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও রংপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে। সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট রংপুর জেলা শাখার উদ্যোগে রবিবার নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি প্রদান করে। বাসদের জেলা আহবায়ক আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে কাচারী বাজারের সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আহসানুল আরেফিন তিতু, সদস্য এমদাদুল হক বাবু, কৃষক শাহিনুর রহমান, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের আহবায়ক শাহিদুল ইসলাম সুমন। বক্তারা বলেন, জেলার বিভিন্ন হাট বাজারে ছয় থেকে সাড়ে ছয় শত টাকায় ধান বেচা কেনা হচ্ছে। সরকারী ভাবে ধান ক্রয় না হওয়ায় কৃষকরা লোকসান দিয়ে ধান বিক্রি করছে। রংপুর সদর খাদ্য গুদামে ধান বিক্রি প্রক্রিয়া কঠিন ভেবে কৃষকগণ সামান্য অর্থের বিনিময়ে কৃষিকার্ড তুলে দিচ্ছে। সরকারি ক্রয় প্রক্রিয়া কৃষকদের বদলে ব্যবসায়ীদের মুনাফা লাভের জন্য ব্যবহৃত হচ্ছে। বক্তারা বলেন কৃষক ফসলের দাম না পেলেও বাজারে চাল পিঁয়াজসহ সকল পণ্যের দাম আকাশচুম্বি। এসব নিয়ন্ত্রণে সরকারের কোন কার্যকরী পদক্ষেপ নেই। অবিলম্বে সংকট নিরসনে স্থানীয় প্রশাসন এবং সরকারের কাছে জোর দাবী জানানো হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments