শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলারংপুরে সব ডিপোতে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধ

রংপুরে সব ডিপোতে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধ

জয়নাল আবেদীন: পেট্রোল, ডিজেল ও অকটেন বিক্রির কমিশন ও ট্যাংকলরির ভাড়া বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে রংপুর বিভাগের ৮ জেলায় পেট্রোল পাম্প মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। রংপুর বিভাগের সব ডিপোতে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিপণন কার্যক্রম বন্ধ রয়েছে। বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দিয়েছে। রবিবার সকাল থেকে রংপুর মহানগরীর পেট্রোল পাম্পগুলো বন্ধ থাকতে দেখা গেলেও নগরীর বাহিরে বেশকিছু পাম্প খোলা থাকতে দেখা গেছে।রংপুর জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা সোহরাব চৌধুরি টিটু জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আমরা শুরু করেছি। আমাদের দাবি বাস্তবায়নে সরকার শুধু মৌখিক আশ্বাস দেয় কার্যকর কোন ব্যবস্থা নেয় না। তাই বাধ্য হয়ে আমরা ধর্মঘট শুরু করেছি।রংপুর পেট্রোল পাম্প মালিক সমিতি রংপুর বিভাগীয় কমিটির আহŸায়ক শাহ্ মো. সেলিম জানান, দীর্ঘদিন ধরে দাবি আদায়ে সরকারের বিভিন্ন দপ্তরে ধর্না দিয়েও কোন কাজ হয়নি। কেউ কোন পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়ে ধর্মঘট পালন করছি।মেঘনা, পদ্মা ও যমুনা পেট্রোলিয়াম কোম্পানি সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের ৮ জেলায় ডিজেলের চাহিদা ১ কোটি ২৫ লাখ লিটার, পেট্রোলের চাহিদা ২৫ লাখ ৫০ হাজার লিটার ও অকটেনের চাহিদা ৪ লাখ লিটার। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম লালমনিরহাটে পেট্রোল পাম্প রয়েছে ১শ৫২টি। এর মধ্যে রংপুরে রয়েছে ৮৫টি। এসব পাম্পে মজুদের ক্ষমতা রয়েছে ডিজেল ২৭ লাখ, কেরোসিন ১০ লাখ ৬০ হাজার, পেট্রোল ৬ লাখ ও অকটেন ৬ লাখ ৮০ হাজার লিটার। কিন্তু চাহিদার তুলনায় রংপুরে কম জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে।আজাদ পেট্রোল পাম্পের মালিক মনজুরুল আজাদ জানান, প্রতিমাসে পেট্রোল, ডিজেল, অকটেন এবং কেরাসিন মিলে মোট জ্বালানি তেলের চাহিদা ৫ লাখ লিটার। চাহিদার তুলনায় পাচ্ছেন সোয়া লাখ লিটার। তিনি সরবরাহ বেশি কারার দাবী জানান। ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়ে ট্যাংকলরি চালক চানু মিয়া জানান ট্যাংকলরি চালাতে গিয়ে হাইওয়ে পুলিশের হাতে তাদের নাজেহাল হতে হয়। ট্যাংকলরি থেকে তারা জোরপূর্বক চাঁদা আদায় করে। দাবির মধ্যে এটিও আছে। আশা করি এবার পুলিশের চাঁদাবাজী বন্ধ হবে।পাম্পগুলোতে তেল বিক্রি বন্ধ থাকায় সড়কে যানবাহনের সংখ্যা কমে গেছে। ব্যবসায়ী নেতা মাসুম মিয়া জানান, পেট্রোল পাম্প বন্ধ থাকলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments