বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটে যৌতুক মামলায় পুলিশের সার্জেন্ট কারাগারে

জয়পুরহাটে যৌতুক মামলায় পুলিশের সার্জেন্ট কারাগারে

এস এম শফিকুল ইসলাম: বগুড়ায় কর্মরত পুলিশের এক সার্জেন্টকে স্ত্রীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছে জয়পুরহাটের আদালত। সোমবার দুপুরে জয়পুরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাহিদ আখতার জুলিয়েট এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার এলাকার গোলাম মোস্তফার মেয়ে মায়া আকতারের সাথে এ বছরের ১৪ আগস্ট একই উপজেলার শিশি নাজিরপাড়া উত্তর হাট শহর গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে তরিকুল ইসলামের পারিবারিক ভাবে বিয়ের আলোচনা হয়। ডিফেন্সে চাকুরি করায় তার ডিপার্টমেন্টের অনুমতি প্রয়োজনে ঐ দিনই তাদের কাজী দ্বারা মৌখিক বিবাহ সম্পন্ন হয়। তারপর ১১ নভেম্বর তাদের ৬ লক্ষ ১ টাকা দেন মোহরে বিবাহের রেজিস্ট্রি সম্পন্ন হয়। পরে তরিকুল, মায়ার পরিবারের নিকট ২০ লক্ষ টাকা যৌতুক দাবী করে। মায়ার পরিবার যৌতুক দিতে অপারগতা প্রকাশ করে। যৌতুকের টাকা না পাওয়ায় তরিকুল মায়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন। পরে ১৪ নভেম্বর মায়া আকতার বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। আদালতে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো নির্দেশ দেয়। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত রাষ্ট্রপক্ষের আইনজীবি এ্যাডভোকেট ফিরোজা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments