শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাবেলকুচিতে শৈত প্রবাহের সাথে বেড়েছে জনদূর্ভোগ, নেই সহায়তা

বেলকুচিতে শৈত প্রবাহের সাথে বেড়েছে জনদূর্ভোগ, নেই সহায়তা

এম এ মুছা: তিনদিন দেশের বিভিন্ন অঞ্চলের মত সিরাজগঞ্জের বেলকুচিতে শৈত প্রবাহের সাথে বেড়েছে জনদূর্ভোগ। এ অঞ্চলে এখনও পর্যন্ত সূর্যের আলো দেখা যায়নি। শীতের তীব্রতা এতোটাই প্রখর হয়ে দাড়িয়েছে যে সাধারণ মানুষের সহনীয় পর্যায় ছেড়ে গেছে। মানুষ সময় মত কোন কাজে বের হতে পারছেনা। ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। তাঁত শিল্প প্রধান এই উপজেলার অধিকাংশ মালিক ঋন খেলাপি হওয়ার কারণে বেশিরভাগ শিল্প কারখানা বন্ধ থাকায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের দূর্ভোগের সীমা ছেড়ে গেছে। শীতের বস্ত্র কেনার মত সাধ্য না থাকায় খড়কুটা দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিধন করার চেষ্টা করছে। নিম্ন আয়ের মানুষগুলো ভীড় জমাচ্ছেন ফুটপাতের দোকানগুলিতে।
উপজেলার বড়ধূল ইউনিয়নের আব্দুল আলীম জানান, আমরা বেলকুচি উপজেলার চরাঞ্চলের মানুষ। নদী ভাঙ্গনের কারণে বেশিরভাগ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। যেখানে দু বেলা খাবারের যোগান দিতে হিমসিম খেতে হয়। আর সেই খানকার মানুষ কিভাবে শীতবস্ত্র কিনবে? আমাদের এই কষ্ট দেখার কে আছে।

সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সোরহাব আলী জানান, চরাঞ্চলের মানুষের শীতের বস্ত্র কেনার মত সামর্থ নেই। তাই তারা প্রতিনিয়ত শীতের কষ্ট নিয়ে দিন পার করছে। এদের সহযোগিতা জন্য সমাজের বৃত্তবানদের এগিয়ে আসা দরকার। সেই সাথে যদি সরকারী বা বেসরকারি প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে তাহলে এই অসহায় মানুষগুলোর শীত কিছুটা হলেও লাগব হবে।
ভাঙ্গাবাড়ী ইউনিয়নের আব্দুল কাদের তালুকদার বলেন, নিম্ন আয়ের মানুষের শীতের বস্ত্র নেই। প্রচন্ড শীতে মানুষ ঠিকমত কাজে বের হতে পারছেনা। যদি সরকারসহ জনপ্রতিধি এগিয়ে আসে তাহলে অসহায়দের শীত বস্ত্রের ব্যবস্থা হবে।

এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার সিফাত- ই-জানান প্রতিবেদককে জানান, কিছু শীতবস্ত্র এসেছিল যা স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাঠানো হয়েছে। আশা করি খুব শিঘ্রই আরও কিছু শীতবস্ত্র আসবে এবং তা দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে। তবে সমাজের যারা বিত্তবান রয়েছে ও পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো শীতার্থদের জন্য এগিয়ে আসলে অনেকটা উপকারে আসবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments