শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলারংপুরে নদী-খাল উদ্ধার কার্যক্রম শুরু: অবৈধ দখলদারদের কোন ছাড় দেয়া হবে না:...

রংপুরে নদী-খাল উদ্ধার কার্যক্রম শুরু: অবৈধ দখলদারদের কোন ছাড় দেয়া হবে না: জেলা প্রশাসক

জয়নাল আবেদীন: নদী-খাল উদ্ধারে অবৈধ দখলদারদের কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। তিনি বলেছেন, সারাদেশে পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সকল জেলাতে নদী ও খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। রংপুরেও নদী-খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান চলবে। সোমবার দুপুরে রংপুর নগরির পার্কের মোড় এলাকায় নদী-খাল উদ্ধারে উচ্ছেদ অভিযানকালে তিনি এসব কথা বলেন।জেলা প্রশাসক বলেন নদী ও খাল আমাদের জীবনের সাথে জড়িত। এসব দখল হওয়াতে প্রকৃতি পরিবেশ সবই এখন হুমকির মুখে। আমাদের কৃষি অর্থনীতিকে বাঁচাতে নদী-খাল দখলদারকে উচ্ছেদ করা হচ্ছে। এ অভিযানে দখলদারকে কোন ছাড় দেয়া হবে না।রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় এলাকায় নদী ও খাল দখলে রাখা ১৬ জনকে চিহ্নিত করে তা উদ্ধারে চিঠি দেয়া হয়েছে। পর্যায়ক্রমে রংপুরের শ্যামা সুন্দরী খাল, ঘাঘট ও তিস্তা নদী দখলদার কবলে থাকা সকল নদী-খাল উদ্ধার করা হবে বলে জানান জেলা প্রশাসক । বেলা সাড়ে বারোটার দিকে উচ্ছেদ অভিযান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান। এসময় রংপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ মোহাম্মদ ফয়জুল আলম, সহকারী কমিশনার (ভূমি) ছন্দাপাল রংপুর নদী রক্ষা কমিটির সদস্য জয়নাল আবেদীন সহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে নদীর কোলঘেঁষা অবৈধভাবে নির্মাণ করা বাড়ি, ঘর, ছাত্রবাস উচ্ছেদ করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments