শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাচৌহালীর চরাঞ্চলে শীতে বেড়েছে দুর্ভোগ, সহায়তা না পাবার অভিযোগ

চৌহালীর চরাঞ্চলে শীতে বেড়েছে দুর্ভোগ, সহায়তা না পাবার অভিযোগ

মারুফা মির্জা: গত টানা কয়েক দিন ধরে চলা প্রচন্ড শৈত প্রবাহে সিরাজগঞ্জের চৌহালীর চরাঞ্চল জুড়ে মানুষের জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অঞ্চলে ৪ পর সুর্য উকি দিলেও প্রচন্ড শীত সবাইকে কাহিল করে তুলেছে। ঘর হতে বাইরে বেরা না হবার পাশাপাশি কাজ না থাকায় বেকার দিন কাটাচ্ছে অসহায় শ্রমজীবি মানুষ গুলো। বিশেষ বৃদ্ধ ও শিশুরা পড়েছে একে বারে বিপাকে। তাদের মধ্যে দেখা দিচ্ছে শীত জনিত নানা রোগ। এদিকে উপজেলায় সরকারী ভাবে কম্বল বরাদ্ধা দেয়া হলেও না পাবার অভিযোগ স্থানীয়দের। জানা জায়, উত্তরাঞ্চলে প্রবাদ রয়েছে ‘উনো বর্ষায়, দুনো শীত’। অর্থাৎ যেবার বন্যার পানি কম হবে, সে বছর শীতের তীব্রতা বাড়বে। কিন্তু এবার এই প্রবাদ চলমান শীতের কাছে বিতর্কিত হয়েছে। কারন, বন্যার পানিও বেশি ছিল, শীতও বেশি পড়েছে। এজন্য যমুনা বিদৌত চৌহালী উপজেলার স্থল, সদিয়াচাঁদপুর, ঘোরজান, খাসকাউলিয়া, বাঘুটিয়া, উমরপুর, খাসপুখুরিয়া ইউনিয়নের ২ লক্ষাধীক মানুষের মাঝে অন্য এলাকার চেয়ে শীত জনিত দুর্ভোগ বেশি। বিশেষ করে যমুনার ভাঙ্গন কবলিত এই অভাবী মানুষ গুলে কে শীতে আরো বিপর্যস্ত করে তুলেছে। একদিকে যেমন ফসলের ক্ষতি আরেক দিকে প্রচন্ড শীতে কাজ না থাকায় মানুষ আরো বিপাকে পড়েছে। এদের শতি বস্ত্র না থাকায় খর- কুঠো জ্বালীয়েই চলছে শীত নিবারন। এ ব্যাপারে বেতিল চরের বৃদ্ধ হাবিবুর রহমান ও আব্দুল মতিন জানান, চরে যারা আমরা বাস করি তারা সবাই নিম্ন আয়োর মানুষ। যে শীত পড়েছে তাতে গত বারের গড়ম পোশাক দিয়ে শীত নিবারন সম্ভব নয়। নতুন পোশাক কেনার মত স্বামর্থ নেই। এছাড়া যমুনার তীরে বাস করি বলে বাতাসে আমরা আরো কাহিল হয়ে পড়েছি। এ পর্যন্তও কেউ আমাদের একটি কম্বল দেয়নি। এমপি, মেম্বর-চেয়ারম্যান কেউ খোঁজ-খবর নেয়নি। এরা ভোটের সময় খোঁজ রাখে কিন্তু বিপদে নয়। এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ জানান, কিছু শীতবস্ত্র এসেছিল যা স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে বিভিন্ন ইউনিয়নে পাঠানো হয়েছে। আশা করি খুব শিঘ্রই আরও কিছু শীতবস্ত্র আসবে এবং তা দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে। এদিকে যমুনায় মাছ আহরনে নিয়োজিত প্রায় ৪ হাজারের মত মৎস্য জীিব রয়েছে। প্রচন্ড শীতে এদের বেশির ভাগ মানুষ মাছ শিকার করতে পারছেনা। এ ব্যাপারে ধুলিয়াবাড়ির মৎস্য জীবি আশরাফ আলী ও বেতিল চরের সিরাজ ফকির জানান, আমরা যমুনায় মাছ ধরেই জীবিকা নির্বাহ করি। কিন্তু প্রচন্ড শীতে নদীতে জাল ধরি নিয়ে যেতে পারছিনা। কাজ না থাকায় বেকার হয়ে পড়েছি। যদিও জাল ফেলি ২/৩শ টাকার বেশি মাছ পাইনা। এ ব্যাপারে চৌহালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া জানান, জেলার মধ্যে আমাদের উপজেলা দুর্যোগ প্রবন। অথচ মাত্র ৪৩শ টি কম্বল আমরা বরাদ্ধ পেয়েছি। তা বিতরন করা হয়েছে। তবে তা প্রয়োজনের তুলনায় একে বারেই নগন্য। আমরা চাই চাহিদার বড় অংশ যেন আমাদের বরাদ্ধ দেয়া হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments