শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় ব্রীজে কাঠের ঠেকনা, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

উল্লাপাড়ায় ব্রীজে কাঠের ঠেকনা, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি ব্রীজে কাঠের ঠেকনা দিয়ে রাখা হয়েছে। এখন ঠেকনায় ব্রীজটি দাড়িয়ে রয়েছে। উল্লাপাড়া- কামারখন্দ জেলা সড়কের মনিরপুরের ঝুকিপুর্ণ ব্রীজটি হয়ে বিভিন্ন হালকা যানবাহন চলাচল করছে। জানা যায়, প্রায় এক বছর আগে উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের মনিরপুরের ব্রীজটিতে ফাটল দেখা দেয়। এর পর ব্রীজটিতে দিনে দিনে আরো ক্ষতি দেখা দেয়। সরেজমিনে আজ সোমবার দুপুরে গিয়ে দেখা গেছে, এ ব্রীজের মাঝ খানের টপ স্লাবটি ভেঙ্গে দেবে গেছে। ব্রীজের নিচের ঢালাইয়ের ভেঙ্গে লোহার রড বেরিয়ে পরেছে। প্রায় ৬ মিটার দীর্ঘ ব্রীজটির দু’পাশে রেলিং ভেঙ্গে গেছে। এদিকে অনেক দিন থেকেই ব্রীজটি হয়ে ভারী কোন যানবাহন চলাচল করতে পারছে না। বিকল্প সড়ক পথে ভারী যানবাহনগুলোতে চলাচল করতে হচ্ছে। উল্লাপাড়া-কামারখন্দ জেলা সড়কটি হয়ে দু’উপজেলার বিভিন্ন পেশার লোকজন চলাচল করে থাকে। বহু সংখ্যক বিভিন্ন যানবাহন চলাচল করে। ব্রীজটির ক্ষতিতে হালকা যানবাহনগুলো ঝুকি নিয়ে চলছে। পঞ্চক্রোশী ইউপি’র স্থানীয় ব্যক্তিদের বক্তব্যে, ব্রীজটির ক্ষতিতে হালকা যানবাহনগুলো ঝুকি নিয়ে চলছে ঠিকই তবে যেকোন সময় দুর্ঘটনার ঝুকি থাকছে। সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রামানিক গণমাধ্যমকে জানান, ক্ষতিগ্রস্ত ব্রীজটি ভেঙ্গে নতুন করে ব্রীজ তৈরির দরপত্র আহবান ও পরবর্তি কাজ প্রায় শেষ করে আনা হয়েছে। অচিরেই এর নির্মাণ কাজ শুরু হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments