বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাবাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক রংপুর বিভাগীয় আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক রংপুর বিভাগীয় আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত

জয়নাল আবেদীন: বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক রংপুর বিভাগীয় আঞ্চলিক সমন্বয় সভা ও প্রশিক্ষণ কর্মশালায় রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেছেন বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের অপরাধ মোকাবেলায় তৎপরতা বৃদ্ধি নারীর উন্নয়ন ও নের্তৃত্ব প্রদানের যোগ্যতা অর্জনের লক্ষ্য নিয়ে ২০০৮ সালের ২১ নভেম্বর বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওর্য়াক গঠিত হয়। এই কমিটির মাধ্যমে সকল নারী পুলিশ সদস্যগণ অত্যন্ত সফলভাবে তাদেও কার্যক্রম পরিচালিত করে আসছেন । দিনব্যাপী কর্মশালার মাধ্যমে নারী পুলিশ সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধি করতে শৃঙ্খলা, মাঠ পর্যায়ে কাজের চ্যালেঞ্জ মোকাবেলা, আইসিটি বিষয়ক প্রশিক্ষণ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতার সাথে কাজের চ্যালেঞ্জ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক সহায়তা দান করবে । রংপুর জেলা পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ এবং পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার । কর্মশালায় পুলিশ হেডকোয়ার্টাস‘র এআইজি শেহেলা পারভীন বাংলাদেশ উইমেন্স নেটওর্য়াক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামিমা পারভীন অতিরিক্ত পুলিশ সুপার মোছাঃ লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ শাখা ঢাকা শাওন শায়লা রংপুর পিটিসি‘র অতিরিক্ত পুলিশ সুপার রাজিয়া সুলতানা রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার রেজানুর বেগম সহ রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর ৫ জেলা ও আরআরএফ, রংপুর থেকে আগত নারী পুলিশ সদস্যগণ কর্মশালায় অংশগ্রহন করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments