বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাত্রাণ বিতরণে কোনো দুর্নীতি, অনিয়ম বরদাস্ত করা হবে না: রংপুরে ত্রাণ প্রতিমন্ত্রীর

ত্রাণ বিতরণে কোনো দুর্নীতি, অনিয়ম বরদাস্ত করা হবে না: রংপুরে ত্রাণ প্রতিমন্ত্রীর

জয়নাল আবেদীন: ত্রাণ বিতরণে কোনো রকম দুর্নীতি, অনিয়ম বরদাস্ত করা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শনিবার সকালে রংপুর জেলার গংগাচড়ায় শীর্তাতদের মাঝে কম্বল, সুয়েটার ও শুকনো খাবার বিতরণকালে তিনি এ হুশিয়ারি দেন। উত্তরাঞ্চলের জেলাগুলোতে দুদিনের সফরে এসে প্রতিমন্ত্রী বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পৌঁছে দিতে এসেছি। কোনো মানুষ দুঃখ-দুর্দশায় দিনযাপন করছে কিনা- তার খোঁজ নিতে তিনি পাঠিয়েছেন আমাকে। সফরকালে প্রতিমন্ত্রীর সঙ্গী ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদফতরের মহাপরিচালক মো. মোহসীন সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। শীতবস্ত্র বিতরণের আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। রংপুর জেলা দূর্যোগ কমিটির সভায় উপস্হিত ছিলেন প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এম পি – দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সিনিয়র সচিব শাহ্ কামাল, মহাপরিচালক মোঃ মহসিন, জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, রংপুর জেলা আওয়ামী লীগের সম্পাদক এ্যাড রেজাউল করিম রাজু, সহ অনান্য সকল কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments