বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাসোনারগাঁয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোনারগাঁয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গিয়াস কামাল: বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রধান ফটকের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকালে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আল মামুন উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন। আগামী ১৪ জানুয়ারি শুরু হওয়া বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মাসব্যাপী লোকজ মেলাকে কেন্দ্র করে ওই এলাকা যানজট মুক্ত রাখতে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদের ফলে ওই সড়কে নির্বিঘ্নে যান চলাচল করতে পারবে । জানা যায়, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লোকজ মেলার মতবিনিময় সভায় বক্তারা যানজট নিরসনে উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করেন। সভায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রকিবুর রহমান খাঁনসহ প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ফাউন্ডেশনের প্রধান ফটকের সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সোনারগাঁ পৌরসভা ও সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments