বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাইউএনও’র সহযেগিতায় কলেজ ছাত্রী নিজেই বন্ধ করলো বাল্যবিবাহ

ইউএনও’র সহযেগিতায় কলেজ ছাত্রী নিজেই বন্ধ করলো বাল্যবিবাহ

গিয়াস কামাল: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইউএনও রকিবুর রহমান খানের হস্তক্ষেপে একাদশ শ্রেণির প্রথম বর্ষের এক ছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। বুধবার দুপুরে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের রামগোবিন্দেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ইউএনও রকিবুর রহমান খান জানান, বুধবার সকালে উপজেলার সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী আমাকে ফোন করে তার নিজের বাল্যবিয়ে বন্ধ করার অনুরোধ জানায়। এমন সংবাদ পেয়ে মেয়ের বাবা কাজী সালাউদ্দিনের সাথে কথা বলে বাল্য বিয়ে বন্ধ করি। পরে আবারো সংবাদ পাই মেয়ের বাবা কাজী সালাউদ্দিন তার মেয়েকে বাড়ি থেকে অন্যত্র নিয়ে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ খবরে সোনারগাঁও থানা পুলিশ, উপজেলা মহিলা বিষয়ক কার্মকর্তা ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের সচিবকে ওই কলেজ ছাত্রীর বাড়িতে পাঠিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। মেয়ের অভিভাবকরা তাকে ১৮ বছর হওয়ার আগে বিয়ে দেওয়া হবে না এ মর্মে লিখিত অঙ্গীকার করেন। সোনারগাঁও উপজেলা মহিলা বিষয়ক কার্মকর্তা নাজমা আক্তার বলেন, কোনো নারী ১৮ বছরের আগে এবং কোনো পুরূষ ২১ বছরের আগে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তবে তা শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে যারা বিয়ে পরিচালনা করেন এবং বিয়ে রেজিস্ট্রি করেন, তাদেরও শাস্তির আওতায় আনা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments