বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারাজধানীর কুর্মিটোলা এলাকা থেকে উচ্ছেদ হলো ৭৬ অস্থায়ী ঘর

রাজধানীর কুর্মিটোলা এলাকা থেকে উচ্ছেদ হলো ৭৬ অস্থায়ী ঘর

সদরুল আইন: রাজধানীর কুর্মিটোলা থেকে ৭৬টি অস্থায়ী ঘর উচ্ছেদ করেছে র‍্যাব। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় রেললাইনের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এসব ঘর উচ্ছেদ করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গতকাল সন্ধ্যার কিছু আগে অভিযান শুরু হয়। পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান চালিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

তবে দখলদার কাউকে আটক করা যায়নি, এর আগেই পালিয়ে যান তারা।

সূত্র আরো জানায়, যারা দীর্ঘদিন ধরে অপরাধের এমন ক্ষেত্র তৈরি করেছেন তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া রেললাইনে পড়ে থাকা পরিত্যক্ত বগিগুলো সরিয়ে নিতে রেলওয়ে কর্তৃপক্ষকে জানাবে র‍্যাব।

গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে শেওড়ায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে কুর্মিটোলা বাসস্ট্যান্ডের কাছে ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments