মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলাকক্সবাজারে পাণকৌড়ি ও জামান রেষ্টুরেন্টে নোংরা পরিবেশে খারাব তৈরি, অভিযানে জরিমানা

কক্সবাজারে পাণকৌড়ি ও জামান রেষ্টুরেন্টে নোংরা পরিবেশে খারাব তৈরি, অভিযানে জরিমানা

কায়সার হামিদ মানিক: কক্সবাজার কলাতলী রোডের বিভিন্ন রেষ্টুরেন্টে ও হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে পাণকৌড়ি রেষ্টুরেন্ট ও জামান রেষ্টুরেন্ট কে রান্নাঘরে খোলা ডাষ্টবিন, কাচা খাবার ও রান্না করা খাদ্য একই ফ্রিজে একইসাথে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ বাটার সংরক্ষণ ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়া করার অভিযোগ এ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৪৩,৫৩ ও ৫১ ধারায় জামান রেষ্টুরেন্ট কে ১০ হাজার টাকা এবং পাণকৌড়ি রেষ্টুরেন্ট কে ২০ হাজার টাকা জরিমানায় দন্ডিত করা হয়। পাশাপাশি বিভিন্ন রেষ্টুরেন্টে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়।
বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) দুপুর ১ টায় জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম এর নেতৃত্বে এই অভিযান চলে। এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর তরুণ বড়ুয়া প্রসিকিউশনে ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments