শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় মদ্যপান ও আত্মহত্যায় ১০ দিনে ৫ জনের মৃত্যু

সাঁথিয়ায় মদ্যপান ও আত্মহত্যায় ১০ দিনে ৫ জনের মৃত্যু

আব্দুদ দাইন: সাঁথিয়ার পৃথক পৃথক গ্রামে ১০ দিনের ব্যবধানে মদ্যপান ও আত্মহত্যায় ৫ জনের মৃত্যু হয়েছে। থানা ও স্থানীয় সূত্রে জানাযায় ৮ জানুয়ারী রাতে উপজেলার ধুলাউড়ি বাজারে অতিরিক্ত মধ্যপান করে ধুলাউড়ি গ্রামের মুক্তিযোদ্ধা আতাউর রহমানের ছেলে আনোয়ার হোসেন ওরফে কাজল(৫০), জাহেরুদ্দিনের ছেলে সেলিম(৩০) ও আব্দুর রাজ্জাকের ছেলে রেজাউল(৩৫) মদ পান করে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়ে। রাত ১১টার দিকে আনোয়ার তার বাড়িতে মারা যান। অসুস্থ্য সেলিম ও রেজাউলকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শেষ রাতের দিকে সেলিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরিবারের দাবী এরা অসুস্থতার জন্য মারা গেছে। এলাকাবাসী জানান এরা অতিরিক্ত মধ্যপান করায় মারা গেছে । রেজাউল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। । ৭ জানুয়ারী সকালে উপজেলার ভুলবাড়ীয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের সবুর শেখের স্ত্রী ২ সন্তানের জননী শাপলা(২২) গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। ৪ জানুয়ারী দুপুরের দিকে আর-আতাইকুলা ইউনিয়নের মাধপুর নতুনপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে সুমন(২০) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। ৩০ ডিসেম্বর বিকালে ভুলবাড়ীয়া ইউনিয়নের চর ভুলবাড়ীয়া গ্রামের ইসলাম উদ্দিনের কন্যা মিম ওরফে ইমা(১৪) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। মিম শেখ হাসিনা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিল। মিম মৃত্যুর ঘটনা রহস্য জনক বলে এলাকায় গুঞ্জন চলছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments