বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাপ্রধানমন্ত্রীর ক্ষণগণনা উদ্ধোধনী অনুষ্ঠান উপভোগ করলো রংপুরের লাখো জনতা

প্রধানমন্ত্রীর ক্ষণগণনা উদ্ধোধনী অনুষ্ঠান উপভোগ করলো রংপুরের লাখো জনতা

জয়নাল আবেদীন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর ক্ষণগণনা উদ্ধোধনী অনুষ্ঠান রংপুরে লাখো জনতা বিল বোর্ডের মাধ্যমে উপভোগ করেছেন । জেলার ৮ উপজেলা প্রশাসন পৃথক পৃথকভাবে আয়োজন করে এই অনুষ্ঠানটি । এদিকে রংপুর সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের আয়োজনে রংপুর টাউন হল চত্তরে ডিজিটাল বিল বোর্ডের মাধ্যমে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দর জাতীয় প্যারেড স্কয়ারে মুজিব বর্ষের ক্ষণগণনা প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্ধোধনী অনুষ্ঠানটি রংপুর নগরির প্রায় ৩০ হাজার মানুষ প্রত্যক্ষ করেন । অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য, রংপুর মেট্রোপলিটন কমিশনার মোহা আব্দুল আলীম মাহমুদ,জেলা পরিষদের চেয়ারম্যান ছাফিয়া খানম ডিসি আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, ও প্রধান নির্বাহী নাজমুল হক ,জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামীগের সভাপতি সাফিয়ার রহমান সফি, সম্পাদক তুষার কান্তি মন্ডল জেলা পরিষদের চেয়ারম্যান ছাফিয়া খানম ।এর আগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর মুর‌্যালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কর্মকর্তাগণ। অন্যদিকে দিনভর বিভিন্নসময়ে ওই মুর‌্যালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা ও মহানগর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষকলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ।এর আগে শুক্রবার কাল ১১টায় রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ক্ষণগণনা কর্মসুচি বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন রংপুর জেলার সেবক ডিসি মো: আসিব আহসান ।এসময় রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিয়া, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপপরিচালক ফরহাদ হোসেন, আতিরিক্ত জেলা প্রশাসক শুকুরিয়া পারবীন সহ রংপুরের সিনিয়র সাংবাদিক প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments