শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাহত্যার ৪ দিন পর নিহতের লাশ ফেরত দিল বিএসএফ

হত্যার ৪ দিন পর নিহতের লাশ ফেরত দিল বিএসএফ

মুখলেসুর সুইট: দীর্ঘ চার দিন পরে ঠাকুরগাঁওয়ের পাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত সাবুল আকতার নামে বাংলাদেশি গরু ব্যবসায়ীর মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।
মঙ্গলবার(১৪ জানুয়ারী) দুপুরে বিজিবির কাছে তার লাশ হস্তান্তর করে বিএসএফ। পাড়িয়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলতাফ বিষয়টি নিশ্চিত করেছেন। এর পর সাবুল আকতারের লাশ পাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান ও পুলিশের উপস্থিতিতে তার পরিবারকে ফেরত দেয় বিজিবি।
উল্লেখ্য বিজিবি জানায় গত শনিবার ভোরে সাবুল আখতার সহ কয়েক জন মিলে পাড়িয়া সীমান্তের ৩৮৭ নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের বারোঘরিয়া ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সবাই পালিয়ে গেলেও সাবুল ঘটনাস্থলে নিহত হয়। পরে সীমান্তের ৩৮৪ নম্বর পিলার এলাকা থেকে ভারতের ১৭১ বিএসএফ ব্যাটালিয়নের বারঘরিয়া ক্যাম্পের জওয়ানরা ওই মরদেহ নিয়ে যায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments