সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শনিবার প্রান্তিক জনগোষ্ঠীর ৪৫ জনের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে সকাল এগারোটায় এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হাসান খান। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে ৪৫ জনের মাঝে সরকারী অনুদানের ৮লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করেন। প্রতিজনকে ১৮ হাজার টাকার চেক দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের আয়োজনের এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোতালেব প্রমুখ। এ অনুদান প্রাপ্তদেরকে ৬ মাসের মেয়াদী প্রশিক্ষণ দেয়া হয়।