বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাদুর্ভোগের আরেক নাম পাঁচবিবি ৫ মাথা: এক লেনে যান চলাচল

দুর্ভোগের আরেক নাম পাঁচবিবি ৫ মাথা: এক লেনে যান চলাচল

প্রদীপ অধিকারী: পাঁচবিবি হতে হিলি সড়ক পথে যাত্রী সাধারনের যাতায়াতের দুর্ভোগের আরেক নাম পাঁচবিবি পুরাতন পৌর সভা হতে দক্ষিনে তিন মাথা মোড় পর্যন্ত। সড়ক সংস্কারে জন্য সড়কের পুর্বপাশে ঢালাই কাজ শুরু হয় প্রায় দেড়মাস আগে , কাজের ধীর গতির কারনে সড়কের পশ্চিম পাশ দিয়ে এক লেন সড়ক দিয়ে দ্বিমুখী যান চলাচল করায় প্রত্যেকটি দিন বিশাল বিশাল যানজট লেগেই আছে আর এতে যেমন ভোগান্তিতে পরছে ঢাকা মুখি কোচ, যাত্রীবাহী বাস, পন্য বোঝায় ট্রাক সহ ছোট বড় নানা যানবাহন। সড়ক পথে চলাচলকারী বাস চালক ও যাত্রী সাধারনের অভিযোগ, যেহেতু পাঁচবিবি হিলি সড়কে কোন বাইপাস সড়ক নেই এটি মাথায় রেখে সড়ক প্রশস্তকরন কাজ দ্রুত সমাপ্ত করা উচিৎ ছিল, এদিকে হিলি থেকে পাঁচবিবি অভিমুখী সকল যানবাহন গিয়ে সারিবদ্ধ ভাবে মিনিটের পর মিনিট দাড়িয়ে থাকছে অনেক সময় ঘন্টাও পেরিয়ে যাচ্ছে, পাঁচবিবি পুরাতন পৌর সভার নিকট এখন দক্ষিন পাঁচবিবি তিন মাথায় একই ভাবে হিলি অভিমুখী যানবাহন দাড়িয়ে থাকছে, এর পর সংকেতের মাধ্যমে যে কোন এক দিকের দাড়িয়ে থাকা গাড়ি গুলোকে ছেড়ে দিয়ে আবার বিপরিত মুখীতে দাড়িয়ে থাকা গাড়ি গুলোকে ছেড়ে দিচ্ছে, এতে করে সব চাইতে দুর্ভোগের মধ্যে পরতে হচ্ছে স্কুল কলেজগামী শিক্ষার্থী, ট্রেন ধরার যাত্রী অফিস গামী যাত্রী সহ সাধারন সকল শ্রেনীর যাত্রী। এদিকে আসন্ন এসএসসি পরীক্ষার সময় যথা সময়ে পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবে কি না এ নিয়ে অভিবাবক ও শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এদিকে শনিবার দিবাগত রাতে পাঁচমাথার অদূরে একলেনের মাঝখানে একটি পন্যবোঝাই ট্রাক বিকল হওয়ায় যানজটের মাত্রা আরো বারিয়ে দিয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments