বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাসোনারগাঁয়ে কৃষকের ফসলী জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ যুবলীগ কর্মীদের বিরুদ্ধে

সোনারগাঁয়ে কৃষকের ফসলী জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ যুবলীগ কর্মীদের বিরুদ্ধে

গিয়াস কামাল: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের উটমা এলাকায় রাতের আধারে কৃষকের ফসলী জমির মাটি কেটে স্থানীয় ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে দুই যুবলীগ কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার বিকেলে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয় ও সোনারগাঁও থানায় ভূক্তভোগী কৃষক আমানউল্লাহ বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। রাতের আধাঁরে কৃষি জমির মাটি চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় কৃষকদের মাঝে আতংক বিরাজ করছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন ওই এলাকার কৃষকরা। সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার উটমা গ্রামের নুর মোহাম্মদ চৌধুরীর ছেলে লিটন চৌধুরী ও মৃত বিল্লাল দেওয়ানের ছেলে আরজু মিয়ার নেতৃত্বে ১০-১২জনের একটি দল রাতের আঁধারে ওই এলাকার কৃষক আমানউল্লাহর ফসলী জমির মাটি চুরি করে স্থানীয় ইট ভাটায় বিক্রি করে দেয়। এ ঘটনায় ওই কৃষক আমানউল্লাহ বাদী হয়ে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন ও সোনারগাঁও থানায় পৃথকভাবে অভিযোগ দায়ের করেছেন। কৃষক আমানউল্লাহ জানান, ইরি ধান চাষ করার জন্য জমিটি আগাছা পরিষ্কার করে প্রস্তত করেছি। গত দু’দিন ধরে স্থানীয় যুবলীগ কর্মী লিটন চৌধুরী ও আরজু দেওয়ানের নেতৃত্বে রাতের বেলায় আমার জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। সকালে জমিতে গিয়ে দেখি পুকুরের মতো করে মাটি কেটে নিয়ে গেছে তারা। উটমা গ্রামের কৃষক শহিদুল্লাহ মিয়া জানান, প্রতিদিন রাতে কোন না কোন কৃষি জমির মাটি চুরি করে নিয়ে যা”েছ প্রভাবশালীরা। আমাদের কৃষি জমির মাটি চুরির আতংকে রয়েছি। স্থানীয় প্রশাসনও তাদের কিছু বলে না। কৃষি জমির মাটি লুটের ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করছি। অভিযুক্ত লিটন চৌধুরীরর সাথে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের জমি থেকে আমরা মাটি কেটে বিক্রি করছি। রাতের আঁধারে মাটি কাটার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দিনের বেলায় সড়কে যানজট থাকে বলে রাতের বেলায় মাটি কাটি। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, কৃষকের ফসলী জমির মাটি কাটার বিষয়ে অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি আল মামুন জানান, কোনভাবেই ফসলী জমির মাটি কাটা যাবে না। যে কোন ভাবে ফসলী জমির মাটি কাটা বন্ধ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments