শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাসোনারগাঁয়ে গৃহবধূকে আটকে রেখে নির্যাতন

সোনারগাঁয়ে গৃহবধূকে আটকে রেখে নির্যাতন

গিয়াস কামাল: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক বিরোধের জের ধরে স্বামীর বিরুদ্ধে গৃহবধুকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলা বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদি এলাকায় এ ঘটনা ঘটে। শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রী রওশন আরা জাহান পাষন্ড স্বামী ও তার ভাইদের বিরুদ্ধে গত শনিবার রাতে সোনারগাঁও থানায় এ অভিযোগ দায়ের করেছেন। নির্যাতিত গৃহবধূকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, গত ১৫ বছর পূর্বে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী গ্রামের মৃত সুবেধ আলীর প্রধানের মেয়ে রওশন আরা জাহানের সাথে একই এলাকার মৃত আজগর আলী সরকারের ছেলে মাসুদুর রহমান এর ইসলামী শরীয়ত মোতাবেক পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের কয়েক বছর পর থেকেই স্ত্রীর সাথে প্রায় সময়ই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শারীরিক ও অমানুষিক নির্যাতন চালায় তার স্বামী। তাদের সংসারে একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। গত ২৬ জানুয়ারি গৃহবধূ রওশনকে তার স্বামী অকথ্য ভাষায় গালাগালি করে এবং ঘরের দরজা বন্ধ করে লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে রওশন আরা চিৎকার করলে তার ভাসুর মাহবুবুর রহমান সরকার এর সামনে স্বামী মাসুদুর, দেবর মিজানুর, মশিউরসহ পরিবারের অন্যান্য সদস্যরা রওশন আরাকে মুখমন্ডল চেপে ধরে মারাত্মক আঘাত করে। তারা আহত গৃহবধূকে দরজা বন্ধ করে বাইরে তালা দিয়ে রাখে এবং তার ভাইদেরকে ফোন দিয়ে বাড়িতে এনে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক তিনটি ১০০ টাকা মূল্যের নন জুডিশিয়াল অলিখিত স্ট্যাম্পে রওশন আরা জাহান ও ভাইদের স্বাক্ষর রেখে ব্যবহৃত মোবাইল ফোন ও ন্যাশনাল আইডি কার্ড ছিনিয়ে নিয়ে ঘরে বন্দী করে রাখে। গত পাঁচদিন পর শনিবার সকালে কৌশলে বাড়ি থেকে বের হয়ে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় আহত গৃহবধূ। পরে শনিবার রাতে গৃহবধূ রওশন আরা বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন। গৃহবধুকে নির্যাতনের বিষয়ে যোগাযোগ করা হলে স্বামী মাসুদুর রহমান নির্যাতনের বিষয়টি অস্বীকার করেন। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, গৃহবধূকে নির্যাতনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments