বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারংপুরের গংগাচড়ায় বউ-শাশুড়ি মেলা

রংপুরের গংগাচড়ায় বউ-শাশুড়ি মেলা

জয়নাল আবেদীন:রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি স্কুল মাঠে সোমবার বউ শাশুড়ি মেলা অনুষ্ঠিত হয় ।ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিটির আয়োজনে এই মেলায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক যুগ্ম সচিব মাহবুব আলম। বেতগাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্ঞিনিয়ার মো: কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: শেখ সাইদুল ইসলাম প্লান ইন্টারন্যাশনাল কর্মকর্তা আশরাফুল ইসলাম ইউপিসদস্য জাহাঙ্গির আলম । সন্তান গর্ভে আসার পর কতবার স্বাস্থ্য সেবা কেন্দ্রে আসতে হবে, মাসিক প্রিয়ড চলাকালীন নিরাপদ কিকি ব্যবহার করতে হয়, সন্তানকে কত মাস বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে , সন্তান ভূমিস্ট হওয়ার পর কতবার টিকা দিতে হবে । এই ধরনের নানান প্রশ্ন নিয়ে মেলায় কিশোর কিশোরী বউ এবং শাশুড়িদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । মোট ৫টি ইভেন্টে ১৫জনকে পুরস্কার প্রদান করা হয় । উপ পরিচালক সাইদুল ইসলাম এপ্রতিনিধিকে জানিয়েছেন রংপুর জেলার ৮ উপজেলার ৬২টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পর্যায়ক্রমে এধরণের মেলার আয়োজন করা হবে । বেতগাড়ির ইউনিয়নের এই মেলায় বউ শাশুড়ি ২শতাধিক জুটিসহ বয়সন্ধিকালের কিশোর কিশোরী প্রায় ৪শ জন উপস্থিত ছিলেন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments