বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারামগতিতে দুই ডাকাতের আতঙ্কে চরের বাসিন্দারা

রামগতিতে দুই ডাকাতের আতঙ্কে চরের বাসিন্দারা

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআব্দুল্লাহ ইউপি সদস্য রমিজ উদ্দিন ও তার বড় ভাই খোকন ডাকাতের আতঙ্কে রয়েছে চরগজারিয়া, তেলিরচর, বয়ারচর ও মৌলভীর চরের নদী পথের কয়েক হাজার বাসিন্দরা। অভিযোগ রয়েছে, খোকন ডাকাত ওইসব চর ও মেঘনা নদীর নৌ পথে চাঁদাবাজি, অপহরন ও সন্ত্রাসী কমকান্ডের সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে রামগতি, হাতিয়া, নোয়াখালীসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অপহরনসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে প্রায় ত্রিশটি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একাধিবার বিপুল পরিমান আগ্নেয়াস্ত্রসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন এ খোকন ডাকাত। ক্ষতিগ্রস্থরা জানায়, গত ৯ জানুয়ারী গভীর রাতে চরআব্দুল্লা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিনের ভাই ৫নং ওয়ার্ডের বাসিন্দা নবী উদ্দিনের ঘর থেকে যুবলীগ নেতা ও বর্তমানে ওই ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি প্রার্থী আইয়ুব নবীসহ দুইজনকে কোষ্টগার্ড পরিচয়ে তুলে নিয়ে যায়। এরপর তাকে মানষিকভাবে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন আইয়ুব নবীর ভাই আবু ছায়েদ। তার অভিযোগ, রাতে আইয়ুব নবীকে খোকন ও তার বাহিনীর সন্ত্রাসী ফখরুল আজিম, মতিন, মাকছুদ ও তাহেরসহ সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে মোটা অংকের চাঁদা দাবী করে তারা। চাঁদা দিতে না পারায় কৌশলে পাশ্ববর্তী থানায় কোষ্টগার্ডের মাধ্যমে তাকে আটক দেখানো হয় বলে দাবী করেন তিনি। শুধু আইয়ুব নবী নয় এ রকম জেলে, কৃষক, আওয়ামীলীগ, যুবলীগ নেতাকর্মীসহ বিভিন্ন মানুষের ওপর নির্যাতন চালিয়ে মোটা অংকের টাকা আদায় করে খোকন ও তার ভাই ইউপি সদস্য রমিজ উদ্দিন। তাদের ভয়ে কোন মানুষ মুখ খুলতে সাহস পায়না। তারপরও কেউ সাহস করে মুখ খুললে তার ওপর চলে নির্মম নির্যাতন। এছাড়া অন্য মানুষের মাধ্যমে মামলার ভয়ভীতি দেখানো হয়। সরেজমিনে গেলে চরের বাসিন্দারা নির্যাতনের ও চাঁদাবাজির এবং সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে বলেন, ইউপি সদস্য রমিজ ও তার ভাই খোকনসহ তার মামা আবদুল মতিনের রয়েছে একটি সন্ত্রাসী বাহিনী। তারা নদী পথে ও বেশ কয়েকটি চরাঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে। মারধর, চাঁদাবাজি ও অপহরণের ঘটনায় অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছেন এসব চরাঞ্চলের হাজারও মানুষ। দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে চরে শান্তি ফিরিয়ে আনার দাবী এলাকাবাসীর। তবে এসব বিষয়ে খোকনের সাথে কথা বলার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি, তবে তার ভাই ইউপি সদস্য রমিজ উদ্দিন দাবী করেন, তাদের কোন সন্ত্রাসী বাহিনী নাই। এবং তার ভাই খোকন ষড়যন্ত্রের শিকার। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, সোলাইমান হোসেন জানান, ইতিমধ্যে চরে অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিনিয়ত অভিযান চলছে। ডাকাত খোকন বা

তার ভাই রমিজ হোক বা যত বড়ই অপরাধী হোক কাউকে ছাড় দেয়া হবেনা। সবাইকে গ্রেপ্তার করা হবে বলে হুশিয়ারী দেন তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments