বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনায় ভেজাল বিরোধী অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

চান্দিনায় ভেজাল বিরোধী অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

ওসমান গনি: কুমিল্লার চান্দিনায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অভিযোগ ২টি বেকারী ও পঁচা-বাসি খাবার তৈরির অভিযোগে একটি খাবার হোটেলকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নবাবপুর বাজার ও বদরপুর বাজারে ওই অভিযান চালান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ।

এসময় অপরিচ্ছন্ন ও পোড়া তেলে খাবার তৈরির করার অপরাধে দোল্লাই নবাবপুর বাজারের সুন্দরবর বেকারিকে ৫০ হাজার টাকা, একই অভিযোগে বদরপুর বাজারের শরীফ বেকারীকে ৫ হাজার টাকা ও নোরা-বাসি খাবার রাখার অভিযোগে নবাবপুর বাজারের একটি হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ জানান- অপরিচ্ছন্ন-নোংরা পরিবেশে খাবার তৈরি ও বাসি খাবার সরবরাহের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা মোতাবেক জরিমানা করা হয়েছে। চান্দিনার প্রত্যন্ত অঞ্চলেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments