শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাপিইসি পরীক্ষায় বৃত্তি পেলো হাত-পা বিহীন জন্ম নেয়া সেই লিতুন জিরা

পিইসি পরীক্ষায় বৃত্তি পেলো হাত-পা বিহীন জন্ম নেয়া সেই লিতুন জিরা

শহিদুল ইসলাম: যশোরের মণিরামপুরে হাত-পা বিহীন জন্ম নেয়া সেই লিতুন জিরা মুখমন্ডলে চেপে ধরে লিখে এবারের পিইসি পরীক্ষায় বৃত্তি পেয়েছে। লিতুন জিরা মণিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। সে এবার উপজেলার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় অংশ নেয়।

এর আগে লিতুন জিরা জিপিএ-৫ লাভ করে। বৃত্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লিতুন জিরার বাবা হাবিবুর রহমান। লিতুন জিরার আশা পর নির্ভর হয়ে সমাজের বোঝা হয়ে বাঁচতে চাই না।

লেখা পড়া শিখে আর ১০ জন মানুষের মতো আত্মনির্ভশীল হতে চাই। মায়ের গর্ভ থেকে হাত-পা বিহীন জন্ম নেয়া লিতুন জিরা মুখমন্ডলে চেপে ধরে লিখেই ধারাবাহিকভাবে তার মেধার স্বাক্ষর রেখে চলেছে।

স্থানীয়রা জানায়, লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহী লিতুন জিরা প্রখর মেধাবী। হুইল চেয়ারেই বিদ্যালয়ে আসা-যাওয়া করে এ-প্লাস পেয়ে লিতুন জিরা মেধার স্বাক্ষর রাখে। মঙ্গলবার প্রকাশিত বৃত্তির ফলাফলে লিতুন জিরা সাধারন গ্রেডে বৃত্তি লাভ করেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments