স্বাধীনতার ৪৯ বছর পরও ভালো নেই রংপুরে শহীদ শংকুর পরিবার

জয়নাল আবেদীন: স্বাধীনতা আন্দোলনে রংপুরে প্রথম শহীদ শংকু সমাজদার। তখন সে ১২ বছরের শিশু । মুক্তিযুদ্ধ শুরুর আগেই শংকুর রক্তে রক্তাক্ত হয় রংপুরের রাজপথ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণে শংকুর কথাই বলেন। স্বাধীনতার ৪৯ বছর পরও ভালো নেই শংকুর পরিবার। এই শিশু শহীদের পরিবারটির খোঁজ এখন আর কেউ রাখে না। অভাব অনটনে দিশেহারা শংকুর মা দীপালি সমাজদারের দিন কাটছে মানবেতর।১৯৭১ সালের আজকের এই দিনে কারফিউ ভেঙ্গে মিছিল করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন শংকু সমাজদার। রংপুরের প্রথম শহীদ ১২ বছরের শিশু শংকু সমাজদার। শংকু সমঝদারকে হারিয়ে রংপুর নগরীর জি.এল রায় রোড কামাল কাছনায় সরকারের দেয়া জীর্ণশীর্ণ একটি বাড়িতে বাস করছেন শংকুর মা শতবর্ষী দীপালি সমাজদার। অসুস্থতা আর অনাহারে-অর্ধাহারে দিন কাটছে তার । ২০১১ সালে শংকু সমাজদারকে শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকাভুক্ত (গেজেটে ক্রমিক নং- ২৯৬১) হলেও আজও মেলেনি কোন সরকারি ভাতা। চিকিৎসার অভাবে বিছানায় পড়ে থাকা দিপালী সমাজদারের আক্ষেপ মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার থেকেও কেন মিলছে না ভাতা। শহীদ জননী দিপালী সমাজদার জানান, 'আমার ছেলের মৃত্যুতে বঙ্গবন্ধু কেঁদেছিলেন।আওয়ামীলীগের নেতা সাবেক সংসদ সদস্য সিদ্দিক হোসেনের মাধ্যমে বঙ্গবন্ধু আমার হাতে দুই হাজার টাকাও পৌঁছে দিয়েছিলেন। এখন 'আমার খোঁজ হয় শুধু একদিন। বাকি দিন কেউ খোঁজ নেয় না। অনেকের কাছে গেজেটের কাগজ নিয়ে ঘুরেছি, কিন্তু সরকারি ভাতা পাইনি। আমার ছেলে কি শহীদ নয়। আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই।শংকুর বড় ভাই কুমারেশ সমাজদার ও তার স্ত্রী কনক লতা এবং ছোট বোন ঝর্না সমাজদার তাদের পরিবার নিয়ে কোন রকমে দিনাদিপাত করছেন। পরিবারে উপার্জনক্ষম কেউ না থাকায় অসুস্থ দিপালী সমাজদারের চিকিৎসা সেবাও হচ্ছে না ঠিক মতো।সরকারি ভাতা না পপ্রান প্রসঙ্গে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলু জানান, শংকু মুক্তিযোদ্ধা নয়। সে মুক্তিযুদ্ধ পূর্ব গণহত্যায় শহীদ হয়েছেন। তারপরও শহীদ পরিবার হিসেবে সরকার জমির বন্দোবস্ত করে দিয়েছে। সরকারি ভাতা না পেলেও বয়স্ক ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেয়া হয়েছে তার মাকে।৩ মার্চ সারাদেশে হরতাল ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রংপুরে ছাত্র-জনতার বিশাল একটি মিছিল নিয়ে আলমনগর এলাকার অবাঙ্গালী ব্যবসায়ী সরফরাজ খানের বাসার সামনের দেয়ালে উর্দুতে লেখা একটি সাইনবোর্ড দেখে তা নামিয়ে ফেলতে যান। মিছিলের সম্মুখভাগে থাকা শংকুও ছুটে যায় তাদের সাথে। আর তখনই বাসার ছাদ থেকে মিছিলে গুলিবর্ষণ করা হয়। সেখানে গুলিবিদ্ধ হন কৈলাশ রঞ্জন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র শংকু সমাজদার মারা যায়। পরিশেষে একটি ছড়া লিখে সংবাদটি শেষ করছি ।

রংপুরে ৩ মার্চ‘র ইতিহাস আছে সবর্ত্র লেখা
কষ্ট লাগে প্রজন্মরা কি পাচ্ছে তার দেখা ।

মুক্তিযুদ্ধে প্রথম শহীদ রংপুরে কিশোর শংকু সমাজদার
তার আত্মত্যাগ পুঁজি করে হয়েছে অনেকে আড়তদার।
একটি সড়ক তৈরি হলেও নাম কেউতো বলেনা
শংকুর মা আছেন বেঁচে শরীরতো আর চলেনা ।
বৃদ্ধা মাতা ছেলের আশায় আজো প্রহর গোনে
সকাল বিকেল সন্ধ্যায় যেন মা ডাকটি শোনে।
পেয়েছেন সরকারি বাড়ি আর মানুষের অনেক সহানুভূতি
মৃত্যুর আগে পেতে চান শহীদ ভাতা স্বীকৃতি।

Previous articleকেন্দুয়ায় সাজাপ্রাপ্ত ৪ আসামী গ্রেপ্তার
Next articleভারতের জনগণের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানো আমাদের দায়িত্ব: জিএম কাদের
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।