মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাবদলির আদেশের প্রতিবাদে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বদলির আদেশের প্রতিবাদে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

অমর চাঁদ গুপ্ত অপু: দিনাজপুরের বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব রক্ষকের বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা ও কর্মচারীরা। জানা যায়, গত রবিবার (১ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী কাম হিসাব রক্ষক আবু ওবায়দাকে অন্যত্র বদলীর আদেশ দিয়েছেন ঢাকার মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন)। একই আদেশে পূর্বে বদলী হয়ে যাওয়া প্রধান অফিস সহকারী কাম হিসাব রক্ষক মোজাম্মেল হককে খানসামা থেকে বিরলে আবু ওবায়দার পদে স্থালাভিষিক্ত করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আবু ওবায়দার বদলী আদেশ প্রত্যাহারসহ মোজাম্মেল হককে বিরলে স্থালাভিষিক্ত না করার দাবিতে ওই অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা ও কর্মচারিরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ইকরাম, মেডিকেল অফিসার ডা. মো. সামিউল ইসলাম, ডা. ইসমাইল হোসেন, ডা. মো. মাহমুদুল হাসান, ডা. মো. জাওয়াদ ইসলাম, ডা. কাফিয়া আকতার, ডা. এফএমএম আফরোজ, সিনিয়র স্টাফ নার্স সামসুন্নাহার, মাহফুজা বেগম, দিলারা বেগম,

স্যানেটারী ইন্সপেক্টর শেখ ফরিদ বিন ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, এ্যাম্বুলেন্স চালক মো. আলম হোসেন, ওয়ার্ড বয় মো. সাদেক আলী, সিকিউরিটি গার্ড মো. মোসলেম উদ্দিন প্রমুখ। পরে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়রসহ বিভিন্ন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রদান করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments