বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারংপুর মেডিকেল কলেজে করনা ভাইরাস প্রতিরোধে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

রংপুর মেডিকেল কলেজে করনা ভাইরাস প্রতিরোধে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

জয়নাল আবেদীন: সারা পৃথিবীর মত করোনা ভাইরাসের আতংকে বাংলাদেশেও টালমাটাল। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে স্বাচিপ রংপুর শাখা পেশাগতভাবে ঐতিহাসিক দায়িত্ব পালনে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় রোববার সকাল ৯টায় রংপুর মেডিকেল কলেজ কনফারেন্স হলে করোনা ভাইরাস ও সর্বশেষ পরিস্থিতি নিয়ে সেমিনার ও প্রেসব্রিফিং এর আয়োজন করা হয় । প্রেসব্রিফিংয়ে রংপুরের সর্বশেষ অবস্থা ব্যাখ্যা করেন স্বাচিপ রংপুর শাখার সদস্য সচিব ও রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।সেমিনারে রংপুরে করনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম গ্রহন করার কথা জানানো হয়। সেমিনার শেষে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট ও হারাগাছে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে দুটি আইসোলেশন ওয়ার্ড প্রতিষ্ঠা করা হয়েছে। এ ছাড়াও রংপুর নগরীতে নব নির্মিত ১শ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালকে করনা ইউনিট হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়াও অধ্যাপক আবুল কালাম আজাদকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করার কথাও জানানো হয়। সংবাদ সন্মেলনে আরও বলা হয় রংপুর সহ বিভাগের ৮ জেলায় এখন পর্যন্ত একজনও করনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি। এসময় উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: মাহফুজার রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ সহ সহযোগী এবং সহকারী অধ্যাপকগণ ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments