ভূঞাপুরে বালতির পানিতে পরে শিশুর মর্মান্তিক মৃত্যু

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে বালতির পানিতে পরে এক বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) দুপুর ১ টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভালকুটিয়ার গ্রামের পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ভালকুটিয়া গ্রামের পালপাড়ার অঞ্জনা পালের মেয়ে স্বর্না। নিহত শিশুটির পরিবার জানান, আমরা পরিবারের সবা কাজে ব্যস্ত ছিলাম। স্বর্না খেলতে খেলতে পানি ভর্তি বালতির কাছে কখন চলে গেছে বুঝতে পারিনি। কিছুক্ষণ পর চেয়ে দেখি বালতির উপর দিয়ে দুটি পা দেখা যাচ্ছে। দৌড়ে গিয়ে বাবুকে বালতি থেকে বের করি। কিন্তু ততক্ষণে স্বর্না আমাদের ছেড়ে চলে গেছে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক।

Previous articleবেনাপোলে কোটি টাকা মুল্যের ডলারসহ আটক ১
Next articleচান্দিনায় করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।