বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় উপজেলা প্রশাসনের বাজার ও কোয়ারেন্টাইন মনিটরিং

সাঁথিয়ায় উপজেলা প্রশাসনের বাজার ও কোয়ারেন্টাইন মনিটরিং

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বাজার ও কোয়ারেন্টাইন মনিটরিং করা হয়। মনিটরিং করতে গিয়ে দেখা যায় কয়েকজন দোকানদার বেশী মূল্যে চাউল বিক্রয় করছে । কোন কোন দোকানদার মূল্য তালিকা প্রদর্শন করেননি। এ ক্ষেত্রে তাদের আর্থিক জরিমানা ও সতর্ক করা হয়। উপজেলা সদর, করমজা চতুর বাজার ও কাশীনাথপুর বাজারে মনিটরিং কার্যক্রম পরিচলনা করা হয়। বিদেশ ফেরৎ লোকজন নিয়ম মাফিক হোম কোয়ারেন্টাইনে আছে কিনা সেটাও মনিটরিং করা হয়। মনিটরিং কালে করোনাভাইরাস সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ জানান, করোনাভাইরাস আতংকে অনেকেই কিছু কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রয়োজনের তুলনায় বেশী বেশী করে ক্রয় করছে। এই সুযোগে কিছু অসাধু দোকানদার দ্রব্য মূল্য বাড়িয়ে দিয়েছে, যা অনভিপ্রেত। সরকারের নির্দেশনা মোতাবেক জনস্বার্থে এ ধরনের মনিটরিং চলমান থাকবে। এসময় উপজেলা স্বাস্থ্য ও প:প কর্মকর্তা ডা: ফাতেমা তুজ জান্নাত ও পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments