শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলামালিবাগে পড়ে আছে যুবকের লাশ, ধরছে না কেউ

মালিবাগে পড়ে আছে যুবকের লাশ, ধরছে না কেউ

বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ার একটি বাসায় এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে কেউই লাশের কাছে যাচ্ছেন না। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মালিবাগের ৩৮-বি চৌধুরী পাড়ার বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, নিহতের নাম রাজু (৩৫)। তিনি ওই বাসায় ব্যাচেলর রুমে থাকতেন।

বিশু বিশ্বাস নামের এক স্থানীয় বাসিন্দা গণমাধ্যমকে বলেন, ‘মালিবাগ ডেন্টাল কলেজের সামনের ওই বাসায় একজন মারা গেছে। এলাকাবাসীর ধারণা, তিনি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তাই তার লাশ কেউ ধরছে না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।’

বিশু বিশ্বাস আরও বলেন, ‘নিহত ব্যক্তি ব্যবসা করতেন। ব্যাচেলর রুমে তিনি ছাড়াও তার এক রুমমেট ছিল। সে গ্রামে চলে গেছে। এরপর রুমে রাজু একাই ছিলেন। আজ সকাল থেকে তিনি দরজা না খোলায় বিকেলে দরজা ভেঙে তার লাশ দেখা যায়।’

মৃত রাজুর ভাগনে ইমন বলেন, ‘মামা এখানে ব্যাচেলর থাকত। কাল কাজ করে বাসায় এসে মামানিকে ফোন করে বলেছে, পেটে ব্যথা, বমি আসতেছি। পরে মামানি বলল ঘুমানোর জন্য। আজকে সকাল থেকেই মামার মোবাইল নম্বরে কল দেওয়ার পর কল রিসিভ না করায় আমরা বাসায় এসে দরজা ভেঙে লাশ দেখতে পাই।’

এই বিষয়ে জানতে চাইলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুদ্দুস ফকির গণমাধ্যমকে বলেন, ‘মালিবাগের বাসা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা অনেকে বলছেন, করোনার মৃত্যু। কিন্তু প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যুই মনে হচ্ছে। তার পরিবারে সদস্যদের খবর দেওয়া হয়েছে।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments