বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাকরোনা ভাইরাস শনাক্ত করার জন্য নতুন যন্ত্র পেয়েছে রংপুর মেডিকেল কলেজ

করোনা ভাইরাস শনাক্ত করার জন্য নতুন যন্ত্র পেয়েছে রংপুর মেডিকেল কলেজ

জয়নাল আবেদীন: করোনা ভাইরাস শনাক্ত করার জন্য নতুন যন্ত্র পেয়েছে রংপুর মেডিকেল কলেজ। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে পাঠানো যন্ত্রটি রংপুরে পৌছেছে। শনিবার থেকে করোনা পরীক্ষা শুরু করা সম্ভব হবে বলে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: একেএম নুরুন্নবী লাইজু এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন এই যন্ত্র পিসিআর (পলিমিয়ার্স চেইন রিঅ্যাকশন) পদ্ধতিতে রোগীর ডিএনএ নমুনা বিশ্লেষণ করে। এই পদ্ধতিতে খুব সামান্য পরিমাণে ডিএনএ নমুনা বিশ্লেষণ করেই বিজ্ঞানীরা জীবাণুর অস্তিত্ব নির্ণয়ের জন্য পর্যাপ্ত তথ্য পেয়ে যান। অধ্যক্ষ লাইজু বলেন, পিসিআরের মাধ্যমে করোনায় আক্রান্ত বলে সন্দেহভাজন রোগীর রক্ত, ঘাম ও কফ পরীক্ষা করা হবে। নতুন যন্ত্রটি কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপনের প্রক্রিয়া চলছে। তাঁরা আশা করছেন শুক্রবারের, মধ্যে এ যন্ত্র স্থাপনের কাজ শেষ হবে। শনিবার থেকে হয়তো পরীক্ষা শুরু করা সম্ভব হবে। মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের আট জেলার সন্দেহভাজন রোগীদের এ যন্ত্র দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এ জন্য এখানে একটি চিকিৎসক দল গঠন করা হয়েছে। সেই সঙ্গে করোনাভাইরাস পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিটও এই হাসপাতালে রয়েছে। এদিকে রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে গেছেন বিদেশ থেকে আসা আরও ১০৪ জন সহ হোম কোয়ারেন্টাইনে থাকছেন ১ হাজার ৭শ৬১ জন। রংপুর স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ও করোনা বিষয়ক ফোকাল পারসন জেড এম সিদ্দিকী এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন । এছাড়াও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন যুবকের শরীরে করোনা সনাক্ত হয়নি ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments