উখিয়ায় প্রশাসনের নির্দেশ মানছেনা রোহিঙ্গারা

কায়সার হামিদ মানিক: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে আশ্রিত রোহিঙ্গারা প্রশাসনের নির্দেশ অমান্য করে কুতুপালং বাজারসহ ক্যাম্পের অভ্যান্তরে দোকান ও বাজারে রোহিঙ্গারা জড়ো হয়ে অবাধে বিচরণ করতে দেখা গেছে। তারা নিত্যপণ্য জিনিসপত্র ও বাজার সওদা করে যাচ্ছে। প্রশাসন একত্রে তিন জনকে জড়ো না হওয়ার জন্য নির্দেশ দিলেও তা মানছে না রোহিঙ্গারা।গতকাল শনিবার সকালে কুতুপালং বাজার ও ক্যাম্প এলাকা ঘুরে এসব চিত্র দেখা গেছে।বিশ্বব্যাপী যেখানে মহামারী আকার ধারন করেছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে।সারাদেশের ন্যায় উখিয়ায় ও করোনা ভাইরাসে আক্রান্ত না হওয়ার জন্য উপজেলা প্রশাসন মাইকিং করে দোকানপাট, যান চলা,কয়েকজন লোক এক সঙ্গে জড়ো না হওয়ার নির্দেশ প্রধান করলেও তা মানছেনা রোহিঙ্গারা।উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী জানান,যারা প্রশাসনের নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।

Previous articleমাদারীপুরে করোনা সন্দেহে কলেজ ছাত্রকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি
Next articleজয়পুরহাটে ‘‘পাশে আছি আমরা” এর উদ্যোগে চাল, ডাল, আলু ও ঔষধ বিতরণ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।