মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাচীনে অধ্যয়নরত জয়পুরহাটের মিজানুরের পাঠানো কিট স্বাস্থ্য বিভাগে হস্তান্তর

চীনে অধ্যয়নরত জয়পুরহাটের মিজানুরের পাঠানো কিট স্বাস্থ্য বিভাগে হস্তান্তর

শফিকুল ইসলাম: চীনে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র জয়পুরহাটের মিজানুরের পাঠানো করোনাভাইরাস পরীক্ষার ১০০টি কিট ও টেস্টের প্রয়োজনীয় অ্যাসিড ও ড্রপ জয়পুরহাট স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। কিটগুলো পাঠিয়েছেন চীনে অধ্যয়নরত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মিজানুর রহমান সরকার। ২০১৭ সালের শেষের দিকে সে উচ্চশিক্ষার চীনে যায়। চীনের নানথোং সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী তিনি। গত বৃহস্পতিবার সকালে ইউএস বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ হুইপ ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের কাছে এগুলো হস্তান্তর করেন। হুইপ আবু সাঈদ কিট ও প্রয়োজনীয় সামগ্রীগুলো জয়পুরহাটে পাঠিয়ে দেন। শুক্রবার জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক সিভিল সার্জন সেলিম মিঞার হাতে এসব তুলে দেন। এ সময় জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ- পরিচালক ডাঃ জোবায়ের গালীব, জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারকসহ অন্যরা উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিজানুর রহমান জয়পুরহাটে করোনাভাইরাস পরীক্ষা করার জন্য কিট পাঠানোর ইচ্ছা ব্যক্ত করে গত মঙ্গলবার একটি পোস্ট দেন। বৃত্তির টাকা থেকে কিট কিনে দেশের এই ক্রান্তিলগ্নে প্রিয় জন্মভূমির মানুষদের জন্য সহযোগিতার এমন পোস্টে সাড়া দিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ। এরপরই মিজানুর ১০০টি কিট পাঠিয়ে দেন। সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা বলেন, ‘চীন থেকে পাঠানো করোনাভাইরাস পরীক্ষার ১০০টি কিট প্রয়োজনীয় অ্যাসিড ড্রপ আমরা পেয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সঙ্গে যোগাযোগ করেছি। সেখান থেকে সম্মতিপত্র পাওয়ার পর এই কিটগুলো দিয়ে আমরা জেলায় করোনাভাইরাস পরীক্ষা করতে পারব।’ তিনি বলেন, ‘করোনাভাইরাস পরীক্ষার জন্য আমাদের কাছে এই প্রথম কিটগুলো পেয়ে খুব ভালো লাগছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments